Phone Charging Tips: ফোন ব্যবহার করলেন কি করলেন না চার্জ শেষ। সকাল বিকাল চার্জ দিতে হচ্ছে ফোন। কিছু কিছু ক্ষেত্রে আবার কয়েক ঘন্টা অন্তর চার্জ দিতে লাগে। অর্থাৎ দুর্বল হয়ে গিয়েছে ব্যাটারি। ধীরে ধীরে কমছে আয়ু। আর কিছুদিন পরেই দেহ রাখবে সেটি। ব্যাটারির এই সমস্যা কিন্তু আমাদের কিছু ভুলেই হয়ে থাকে। এই ভুলগুলি না করলে চার্জ অনেকক্ষণ থাকে। এমনকি ফোনও সুস্থ শরীরে থাকে।


চার্জ দেওয়ার সময় যা খেয়াল রাখবেন (Phone Charging Best Tips)



  • চার্জ দেওয়ার সময় ফোন ঘাঁটাঘাঁটি একেবারেই উচিত নয়। তাই এই অভ্যাসকে বিদায় জানান। 

  • ফুল চার্জ হয়ে যাওয়ার পরও ফোন কানেক্টেড থাকে চার্জারের সঙ্গে। এটিও ঠিক নয়‌। ফুল চার্জ হয়ে গেলে খুলে নিন ফোন। ৯৯ শতাংশ চার্জ হয়ে গেলে নজর রাখুন ফোনের দিকে।

  • অনেকেই ফোন ব্যবহার করতে করতে চার্জ একেবারে শূন্য করে ফেলেন। এতেই ব্যাটারির উপর চাপ বাড়ে। তাই ২০ শতাংশে চার্জ নেমে এলেই ফোনে চার্জার জুড়ে দিন। 

  • চার্জ দিতে দিতে মাঝপথে ফোন খুলে নেওয়া ঠিক নয়‌। চেষ্টা করুন একবার চার্জার জুড়লে ফুল চার্জ দিতে। কাজকর্ম বুঝে ফোন চার্জে বসান। 


ব্যাটারিকে দীর্ঘজীবী (Long Lasting Battery Tips) করুন এইভাবে


ব্যাটারিকে দীর্ঘজীবী করতে ফোন ব্যবহারের সময় কিছু বদল আনা জরুরি। 



  • ফোনের পাওয়ার সেভিং মোড - ফোনের পাওয়ার সেভিং মোড অন রাখতে পারেন। এতে বেশি চার্জ খায় না ফোন। 

  • ব্রাইটনেস অটো করুন বা কমান  - অনেকেই ফুল ব্রাইটনেস দিয়ে ফোন ব্যবহার করেন। এত আলো জোগাতে গিয়ে চার্জ ফুরোয় ব্যাটারির (Battery Draining Remedies) । তাই ফোনের আলো অটোমেটিক করুন বা কমিয়ে দিন। 

  • ব্যাকগ্রাউন্ড রানিং অ্যাপ -  চুপিসাড়ে ব্যাকগ্রাউন্ডে কত যে অ্যাপ চলে, তা অনেকেই খভর রাখেন না। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপগুলি তাদের অন্যতম। তাই সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা রেস্ট্রিক্ট করে দিন। 

  • লোকেশন, ব্লুটুথ, ওয়াইফাই - এইগুলি কাজে লাগছে ? না লাগলে অযথা অন করে না রাখাই ভালো। কারণ অনেকটাই চার্জ শেষ করে এরা।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Device Blocking: ট্রেনে, বাসে খোয়া গিয়েছে ফোন ? সময় নষ্ট না করে দ্রুত কী কী করবেন ?