Elon Musk: নতুন কোম্পানির কথা ঘোষণা করেছেন এলন মাস্ক (Elon Musk)। বর্তমানে এই ধনকুবের ইলেকট্রিক গাড়ির সংস্থা টেসলা, ট্যুইটার এবং স্পেস এক্স কোম্পানির মালিক। শোনা যাচ্ছে, এবার একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Company) অর্থাৎ এআই কোম্পানি খুলতে চলেছে তিনি। স্যাম অল্টম্যানের এআই সংস্থা ওপেন এআই- এর নাম এখন অনেকেই জানেন। একসময় এই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এলন মাস্ক। এবার নিজের এআই সংস্থা xAI লঞ্চ করতে চলেছেন তিনি। ব্রহ্মাণ্ডের আসল প্রকৃতি বোঝার চেষ্টা করাই এই কোম্পানির মূল লক্ষ্য হতে চলেছে। ইতিমধ্যেই এই xAI কোম্পানির ওয়েবসাইট লাইভ হয়েছে। সূত্রের খবর, স্যাম অল্টম্যানের ওপেন এআই সংস্থা এবং তার নির্মাণ করা এআই টুল চ্যাট জিটিপিকে পাল্লা দিতেই নতুন এআই কোম্পানি লঞ্চের কথা ঘোষণা করেছেন এলন মাস্ক। প্রসঙ্গত উল্লেখ্য, এলন মাস্ক যে এআই কোম্পানি লঞ্চের প্রসঙ্গে ভাবছেন তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। আগামী ১৪ জুলাই ট্যুইটার স্পেসে এলন মাস্কের এই নতুন এআই কোম্পানি xAI নিয়ে একটি আলোচনাসভাও রয়েছে।
জানা গিয়েছে, X Corp কোম্পানির থেকে আলাদা সত্ত্বা নিয়ে তৈরি হয়েছে xAI সংস্থা। এলন মাস্কের নতুন কোম্পানি এক্স (ট্যুইটার), টেসলা এবং অন্যান্য কোম্পানির সঙ্গে একত্রিত হয়ে কাজ করবে নিজেদের লক্ষ্যের পথে উন্নতি করার জন্য। এক্ষেত্রে উল্লেখ্য X Corp কোম্পানি চলতি বছর ২০২৩ সালে তৈরি করেছেন এলন মাস্ক-ই। এটি একটি আমেরিকান টেকনোলজি কোম্পানি যা ট্যুইটার আইএনসি-র সাফল্যের নিরিখে নির্মাণ করা হয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, অ্যালফাবেট অধিকৃত গুগল, মাইক্রোসফট এবং ওপেন এআই- এর ইঞ্জিনিয়াদের টিম কাজ করছে এলন মাস্কের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি X Corp- এ।
একসময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরোধিতাও করেছিলেন এলন মাস্ক
বর্তমানে চারদিকে বিশেষ করে প্রযুক্তির দুনিয়ায় AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার ব্যবহার নিয়ে হইচই শুরু হয়েছে। বলা হচ্ছে, এআই- এর ব্যবহার বাড়লে নাকি কাজ হারাবেন অনেক মানুষ। মার্কিন ধনকুবের এলন মাস্কও এই AI- এর ব্যবহার বন্ধ করার প্রযঙ্গে একটি খোলা চিঠিতে সাক্ষর করেছিলেন। কিন্তু এই চিঠিতে স্বাক্ষরের ছয় মাসের মাথাতেই শোনা প্রথমবার শোনা গিয়েছিল এলন মাস্কের নিজস্ব AI প্ল্যাটফর্ম বা কোম্পানি লঞ্চের কথা। এই সময়টা এপ্রিল মাস। সেই সময় অবশ্য কোম্পানির নাম ছাড়া আর কিছু সম্পর্কেই আভাস পাওয়া যায়নি।
ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী থ্রেডস
সম্প্রতি লঞ্চ হয়েছে ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস। ইউজারের যদি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্রেডেন্সিয়াল দিয়েই থ্রেডসে অ্যাকাউন্ট খোলা যাবে।
আরও পড়ুন- অনলাইনে শিঙাড়া অর্ডার করে মুম্বইয়ের চিকিৎসক খোয়ালেন ১.৪০ লক্ষ টাকা!