Online Scam: অনলাইনে খাবার অর্ডার (Online Food Order) করে প্রতারণার শিকার (Online Scam) হয়েছেন মুম্বইয়ের এক চিকিৎসক। ২৫ প্লেট শিঙাড়া (Samosa) অর্ডার করেছিলেন তিনি। কোনও অ্যাপের মাধ্যমে নয়, অনলাইনে একটি দোকানের নম্বর খুঁজে পেয়ে সেখান থেকে শিঙাড়া অর্ডার করেছিলেন মুম্বইয়ের ওই চিকিৎসক। আর এর জেরেই তাঁর প্রায় ১.৪০ লক্ষ টাকা খোয়া গিয়েছে। মুম্বইয়ের একটি জনপ্রিয় দোকান থেকেই শিঙাড়া অর্ডার করেছিলেন ওই চিকিৎসক। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে মুম্বইয়ের ওই জনপ্রিয় দোকানের নাম প্রকাশ্যে আনা হয়নি।
জানা গিয়েছে, ওই চিকিৎসক এবং তাঁর কয়েকজন বন্ধু পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর সেই জন্যই অনলাইনে শিঙাড়া অর্ডার করা হয়েছিল। অনলাইনে পাওয়া খাবার দোকানের নম্বর দেখে ফোন করার পরে এক ব্যক্তি ১৫০০ টাকা আগাম পাঠাতে বলেন। এরপর চিকিৎসকের হোয়াটসঅ্যাপে জানানো হয় যে শিঙাড়ার অর্ডার হয়ে গিয়েছে এবং অনলাইন পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাঠানো হয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে ওই চিকিৎসক বলেছেন তাঁকে ফোনের অন্য প্রান্ত থেকে একজন নির্দেশ দিয়েছিলেন একটি ট্রানজাকশন আইডি তৈরি করার। এর সাহায্যেই পেমেন্ট করা হবে বলে জানায় ওই ব্যক্তি। এরপর পেমেন্ট করতে গিয়েই মোট ১.৪০ লক্ষ টাকা খুইয়েছেন ওই চিকিৎসক। প্রাথমিক ভাবে ২৮,৮০৭ টাকা খোয়া গিয়েছিল তাঁর।
অনলাইনে প্রতারণার ফাঁদ ক্রমশ বাড়ছে। খাবার অর্ডার হোক বা শপিং, অনলাইন মাধ্যমে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একেবারেই টাকাপয়সার লেনদেন করা উচিত নয়। কারণ হোয়াটসঅ্যাপে প্রতারণার পরিমাণ ক্রমশই বাড়ছে। শুধু হোয়াটসঅ্যাপ অয় বিভিন্ন ভাবে হ্যাকার এবং স্ক্যামাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেতে চাইবে। আর একটু অসতর্ক হলেই প্রতারণার ফাঁদে পড়ে যাবেন আপনি। তাই কী কী ভাবে সতর্ক থাকবেন, নিজেকে সুরক্ষিত রাখবে সেগুলো জেনে নেওয়া প্রয়োজন।
- হোয়াটসঅ্যাপে অজানা অচেনা নম্বর থেকে কোনও লিঙ্ক এলে সেটা খোলার চেষ্টা না করাই ভাল। বিশেষ করে যদি সেখানে বলা হয় লিঙ্ক খুলে লাইক করলে আপনি টাকা পাবেন বা পুরস্কার জেতার সুযোগ পাবেন তাহলে অবশ্যই এড়িয়ে যান। কারণ অনেক সময় এই জাতীয় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে একটা ক্লিকই যথেষ্ট। ওই এক ক্লিকেই প্রতারণার শিকার হতে পারেন আপনি।
- হোয়াটসঅ্যাপ বা যেকোনও সোশ্যাল মিডিয়া মাধ্যমেই অচেনা, অজানা নম্বর থেকে আসা অডিও বা ভিডিও কল এড়িয়ে চলাই ভাল। এর মাধ্যমেও আপনি প্রতারণার শিকার হতে পারেন।
আরও পড়ুন- লঞ্চের ৫ দিনের মধ্যেই ১০০ মিলিয়ন সাইন-আপ! উচ্ছ্বসিত মেটা সিইও মার্ক জুকেরবার্গ