Twitter: এলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের (Twitter) দায়িত্ব নেওয়ার পর থেকেই জনপ্রিয় এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। সম্প্রতি এক বিশেষভাবে সক্ষম কর্মীকে ছাঁটাই করেছেন তিনি। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় বাক-বিতণ্ডাতেও জড়িয়ে পড়েন এলন মাস্ক এবং Haraldur Thorleifsson নামের ওই কর্মী। প্রকাশ্যেই ওই কর্মীকে বিদ্রুপ করেছিলেন এলন মাস্ক। তবে এবার ওই কর্মীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ট্যুইটারের নতুন সিইও এবং মালিক। Haraldur Thorleifsson নামের ওই কর্মী ট্যুইটারে 'Halli' নামে পরিচিত। একটি হুইলচেয়ার ব্যবহার করেন তিনি এবং এই ব্যাক্তির পেশী সংক্রান্ত সমস্যা রয়েছে। এই ব্যক্তিকেই তাঁর কাজ, শারীরিক প্রতিবন্ধকতা এবং থাকার জায়গা নিয়ে প্রশ্ন করেছিলেন এলন মাস্ক। অবশেষে নিজের কথার জন্য ক্ষমা চেয়েছেন ট্যুইটারের নয়া মালিক।
উক্ত ঘটনায় ট্যুইটারের ওই কর্মীর পাশেই দাঁড়িয়েছিলেন বেশিরভাগ নেটিজেন। এমনকি এলন মাস্কের এই প্রসঙ্গে ক্ষমা চাওয়ার কথাও বলেছিলেন অনেকে। অবশেষে সেই পথেই হেঁটেছেন এলন মাস্ক।
ট্যুইটারের নতুন ফিচার
টুইটারের সিইও ইলন মাস্ক সোমবার জানিয়েছেন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম শীঘ্রই 'লংফর্ম টুইট' ১০ হাজার অক্ষরে নিয়ে যেতে চান তিনি। সম্প্রতি এক YouTuber একটি কোডিং-সম্পর্কিত ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি ট্যুইটারের নতুন আপডেটের বিষয়ে মাস্ককে প্রশ্ন করেন। সেখানেই মাস্ক জানান, শীঘ্রই ১০ হাজার অক্ষরের লংফর্ম পোস্ট করা যাবে ট্যুইটারে।
গত মাসেই কোম্পানি ঘোষণা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে ব্লু গ্রাহকরা প্ল্যাটফর্মে ৪ হাজার অক্ষর পর্যন্ত ট্যুইট পোস্ট করতে পারবে। কেবল ব্লু গ্রাহকরা দীর্ঘ ট্যুইট পোস্ট করতে পারবেন। কিন্তু যাদের ব্লু সাবস্ক্রিপশন নেই তারা কেবল ট্যুইট পড়তে, উত্তর দিতে, রিট্যুইট করতে ও কোট করতে পারবেন।
Meta Job Cut: ফের বড় অঙ্কের কর্মী ছাঁটাই করতে পারে মেটা (Facebook Layoffs)। শীঘ্রই নতুন পর্বের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহেই হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করতে পারে মেটা( Meta Job Cut)।
আরও পড়ুন- হাজার হাজার কর্মীর চাকরি যাবে, মেটা করছে এই পরিকল্পনা