X Monetization Policy: সমাজমাধ্যম থেকে আয়-রোজগারের নিয়মে অনেকক্ষেত্রেই বদল এসেছে। এক্ষেত্রে মূলত বিজ্ঞাপন থেকেই আয় হয় ক্রিয়েটরদের (X Monetization Policy)। আগে ক্রিয়েটররা তাদের পোস্টে বা ভিডিয়োতে দেখানো বিজ্ঞাপনের থেকে আয়ের লভ্যাংশ পেতেন। তবে এবার এক্স হ্যান্ডলে ক্রিয়েটরদের উপার্জনের ক্ষেত্রে নিয়ম বদলে দিলেন এলন মাস্ক (Elon Musk)। বিজ্ঞাপনের উপর এবার থেকে নির্ভরতা কমবে ক্রিয়েটরদের। কী বদল এল ? এবার থেকে এক্সের প্রিমিয়াম অ্যাকাউন্টে কোনও কনটেন্টের উপর কত ইন্টার্যাকশন হল ক্রিয়েটরের, তার উপর ভিত্তি করেই উপার্জন হবে ক্রিয়েটরদের।
এক্স সমাজমাধ্যম প্ল্যাটফর্মে এল বদল
বিজ্ঞাপনদাতাদের থেকে চাপ আসতে শুরু করেছে এক্স প্ল্যাটফর্মে আর এই ক্রমবর্ধমান চাপের পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিলেন এলন মাস্ক। একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে আইনি পদক্ষেপও করলেন তিনি। এই গোষ্ঠী সম্পূর্ণভাবে এক্স হ্যান্ডলে বয়কট করেছিল। এখন থেকে আর বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হবে না এক্স হ্যান্ডলে ক্রিয়েটরদের। যে পোস্টে যে কনটেন্টে যত বেশি ইন্টার্যাকশন হবে, সেই কনটেন্টই বেশি আয় করতে পারবে। তবে ক্রিয়েটরদের পেমেন্ট পার্সেন্টেজে কোনও বদল আসবে কিনা তা নিয়ে স্পষ্ট জানা যায়নি কোনও তথ্য। তবে ধারণা করা হচ্ছে যে ইন্টার্যাকশন বাড়লে এনগেজমেন্ট বাড়লে পোস্ট থেকে আয়ও বেশি হবে। ফলে ক্রিয়েটর ও ব্যবহারকারীদের সম্পূর্ণরূপে বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হবে না।
এখন থেকে ক্রিয়েটররা আরও বেশি উপার্জন করতে পারবেন। এর জন্য তাদের সেভাবে কঠোর শ্রমও দিতে হবে না। আগামীতে আরও কিছু বদল আসতে চলেছে এক্স হ্যান্ডলের মানিটাইজেশন পলিসিতে।
ক্রিয়েটরদের দুশ্চিন্তা দূর হবে
যে সমস্ত ক্রিয়েটররা অভিযোগ জানিয়েছিলেন যে তাদের পোস্টে বিজ্ঞাপনের থেকে লভ্যাংশের পরিমাণ কমে গিয়েছে, তাদের জন্য এবার দুশ্চিন্তা দূর হল। এছাড়া এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপন অনেকাংশে কম দেখবেন। তবে প্রিমিয়াম প্লাস টায়ারে সেভাবে কোনও বিজ্ঞাপনও চলবে না এখন থেকে। মানব মস্তিষ্কে মাইক্রোচিপ বসিয়ে সাড়া ফেলেছেন এলন মাস্ক। জানুয়ারি মাসেই তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন মানবদেহে মাইক্রোচিক প্রতিস্থাপনের কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং যে ব্যক্তির মস্তিষ্কে সেই চিপ বসানো হয়েছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Samsung Galaxy Phone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?