Elon Musk: নতুন করে ফিরে আসছে ট্যুইটরে ব্লুটিক ফিচার। আগামী ২৯ নভেম্বর থেকেই এই ফিচার লঞ্চ করতে চলছে মাইক্রো ব্লগিং প্লাটফর্ম ট্যুইটার। খোদ এই বিষয়ে জানিয়েছেন ট্যুইটারের মালিক এলন মাস্ক।


Twitter Blue Tick: কী বলেছেন মাস্ক ?
মঙ্গলবারই এই নিয়ে ট্যুইট করেছেন মাইক্রো ব্লগিং সাইটের নতুন মালিক।  ট্যুইটারে মাস্ক লিখেছেন, ২৯ নভেম্বর থেকে নতুন করে আসতে চলেছে ট্যুইটার ব্লুটিক। এই প্লাটফর্মে আরও ভাল পরিষেবা দিতেই নতুন করে আনা হচ্ছে এই সার্ভিস।


Elon Musk: কারা পেতেন সার্ভিস ?
 আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য তারকাদের জন্য দেওয়া হত এই বিশেষ সুবিধা। বর্তমানে এই ব্লুটিক সাবস্ক্রিপশন যে কেউ টাকা দিয়ে নিতে পারবে। চলতি সপ্তাহের শুরুতে টুইটারের রাজস্ব বাড়াতে এই ব্লুটিকের কথা বলেন মাস্ক। মূলত, বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতেই নতুন করে আনা হচ্ছে এই ফিচার। গত সপ্তাহেই টেসলা প্রধান বলেছিলেন, টুইটার ব্লু সম্ভবত "আগামী সপ্তাহের শেষে ফিরে আসবে"।


Twitter Blue Tick: কেন নতুন করে লঞ্চ ?
মূলত, জাল অ্যাকাউন্টগুলি আটকাতেই বর্তমানে বন্ধ রাখা হয়েছে এই পরিষেবা। শীঘ্রই নতুন করে এগুলি চালু করা হবে। সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্যুইটার কিনে নেন এলন মাস্ক। কোম্পানির দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে বহু পরিবর্তন এনেছেন মাস্ক। জানা গিয়েছে,ব্লু টিক মার্ক টাকা দিয়ে কেনার পদ্ধতি শুরুর কয়েকদিনের মধ্যেই ইউজারদের অনেকেই অভিযোগ জানাতে শুরু করেন। যেসব জায়গায় এই ফিচার চালু হয়েছিল সেখানকার ইউজাররাই অভিযোগ করেছেন যে তাঁরা নতুন অপশনে সাইন আপ করার সুযোগ পাচ্ছেন না। কোথাও বা দেখা দিয়েছে অন্যান্য অসুবিধা। সম্প্রতি ট্যুইটারের তরফেই জানানো হয়েছে যে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থেকে ব্লু টিক তাকা দিয়ে কেনার অপশন আপাতত তুলে নেওয়া হয়েছে। কিন্তু তাহলে কি এই ফিচার আর চালু হবে না? এমন প্রশ্ন জেগেছে অনেক ইউজারের মনেই।


Elon Musk: আগে শোনা গিয়েছিল মাসে ৮ ডলারের বিনিময়ে আমেরিকা ও অন্যান্য বেশ কয়েকটি দেশে ব্লু টিক মার্ক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন কিনতে পারবেন ট্যুইটার ইউজাররা। ভারতে খরচ আমেরিকার তুলনায় কিছুটা বেশি হওয়ার কথাও শোনা গিয়েছিল সেই সময়ে। পরে শোনা যায় যে মাসে ৭১৯ টাকার বিনিময়ে ভারতে ব্লু টিক মার্ক কিনতে পারবেন ইউজাররা।