English Learning App: একাধিক ডিগ্রি নিয়েও চাকরি জোটে না আবেদনকারীদের। অনেক ক্ষেত্রে কেবল ইংরেজি না জানার কারণে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় কর্মীদের। সেই কারণে ছোট থেকেই শিশুদের ইংরেজিতে সড়গড় করতে উদ্যোগ নেন অভিভাবকরা। বাবা-মায়ের এই চাহিদার কথা মাতায় রেখেই এসেছে ইংরেজি শেখার অ্যাপ।


English Learning App: খেলার মাধ্যমে ইংরেজি শেখায়


এই অ্যাপ অনেক সময় ইংরেজির না জানায় আটকে যায় অনেক গুরুত্বপূর্ণ কাজ। সেই সমস্যা দূর করতেই তৈরি করা হয়েছে এই অ্যাপ। এই অ্যাপটি তৈরি করেছেন অমিত আগরওয়াল। এটি এমন একটি অ্যাপ যা খুব শিশুদের খেলার ছলে ইংরেজি শেখাচ্ছে। এই অ্যাপটির নাম OckyPocky। শিশুদের আচার-আচরণের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে 'ওকিপকি'। শিশুদের খেলার মাধ্যমে ইংরেজির পাঠ পড়ায় এই অ্যাপ।


OckyPocky: কীভাবে কাজ করে এই অ্যাপ ?


মূলত, OckyPocky-র ইন্টারফেস ডিজাইন করার সময় শিশুদের আচরণের কথা মাথায় রাখে কোম্পানি। OckyPocky অ্যাপটি একটি হনুমানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। শিশুদের মন জোগাতেই হনুমান, কাঠের থিম ও প্রাকৃতিক রং ব্যবহার করেছে অ্যাপ ডিজাইনাররা। এই অ্যাপে বলার পদ্ধতি এতটাই সাবলীল যে শিশু এই অ্যাপটিকে তার বন্ধু মনে করে। এই অ্যাপে ভারতের বিভিন্ন উৎসব থেকে শুরু করে ক্রিকেট সংক্রান্ত তথ্য খুবই মজার উপায়ে বলা হয়েছে।


English Learning App: শীঘ্রই আরও ভাষার মাধ্যমে শেখা যাবে ইংরেজি


OckyPocky বর্তমানে মরাঠি ও হিন্দি মাধ্যমে ইংরেজি শেখাচ্ছে। তবে ভবিষ্যতে এই অ্যাপে আরও অনেক ভাষা যোগ করা হবে, যার মধ্যে উর্দুও থাকবে। প্রতিদিন শিশুরা এই অ্যাপের মাধ্যমে ৩০ থেকে ৪০টি শব্দ শিখছে। শিশুদের এই অ্যাপ নিয়ে আত্মবিশ্বাসী খোদ প্রস্তুতকারক অমিত আগরওয়াল। তাঁর মতে, আগামী দিনে এই অ্যাপে শিশুদের ইংরেজি শেখা আরও সহজ হবে। কারণ, এই অ্যাপে আরও মজার বিষয় যোগ করতে চলেছে কোম্পানি। 


OckyPocky-র জনপ্রিয়তা বেড়েই চলেছে


আজ, OckyPocky ভারতের ১২০০ টিরও বেশি ছোট শহর এক কোটিরও বেশি শিশু ব্যবহার করছে। আজ ওকিপকির মাধ্যমে অনেক স্কুল ইংরেজি শেখানোর উদ্যোগ নিচ্ছে। কিছু জায়গায় এখন OckyPocky-র সাহায্যে শিশুদের স্কুলে লাইভ ক্লাস নেন খোদ অ্যাপ প্রস্তুতকারক অমিত ও তাঁর দল।


আরও পড়ুন : Nothing Phone 1 Launched: দু'টি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, 'গ্লিফ ইন্টারফেস', ভারতে এল নাথিং ফোন ১