Meta Layoffs: আশঙ্কাই সত্যি হল। আপাতত নতুন নিয়োগ বন্ধের ঘোষণা করল ফেসবুকের মূল সংস্থা মেটা।সঙ্গে এক ধাক্কায় ১১,০০০ কর্মী ছাঁটাই করল কোম্পানি। অতীতেও কখনও যা করতে হয়নি কোম্পানিকে।
Facebook Meta Layoffs: কী বলছে কোম্পানি ?ইতিমধ্যেই কর্মী ছাঁটাই নিয়ে মুখ খুলেছে কোম্পানি। মেটার তরফে জানানো হয়েছে, খারাপ আর্থিক ফলাফল, ক্রমবর্ধমান ব্যয় ও দুর্বল বিজ্ঞাপনের বাজারের কারণে কোম্পানি ১৩ শতাংশ কর্মী বা ১১,০০০ কর্মী ছাঁটাই করছে।পরিসংখ্যান বলছে, ২০২২ সালে সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই এটি। এখানেই শেষ নয়, মেটা জানিয়েছে কোম্পানি আগামী কিছু সময়ের জন্য নতুন কর্মচারী নিয়োগ করবে না।
Meta Layoffs: এই বললেন মেটার মালিকএই বিষয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গ এক বিবৃতিতে বলেছেন, ''আজ আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি, তার দায়ভার আমি নিচ্ছি। আমি জানি এটা সবার জন্য খুব কঠিন সিদ্ধান্ত। এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইছি।''
Facebook Meta Layoffs: ১৮ বছরের ইতিহাসে এই প্রথমএটি ২০০৪ সালে Facebook প্রতিষ্ঠার পর থেকে এটি ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই, যা ডিজিটাল বিজ্ঞাপনে তীব্র পতনের দিকে ইঙ্গিত করে। গত সপ্তাহে, ট্যইটারও ব্যাপকভাবে লোক ছাঁটাই করেছে। এলন মাস্কের কোম্পানিটি কেনার পর ট্যুইটার তার কর্মী সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমিয়েছে।
মার্কিন মুলুকের আর্থিক পরিস্থিতি বলছে, বর্তমানে সেখানে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি ও দ্রুত ক্রমবর্ধমান সুদের হারের কারণে আমেরিকার অর্থনীতিতে সংকটের মেঘ ঘোরাফেরা করছে। কোভিড মহামারী চলাকালীন প্রযুক্তি সংস্থাগুলির ক্রমবর্ধমান মূল্যায়ন নিয়ে এখন প্রশ্ন উঠছে। মেটার স্টক দুই-তৃতীয়াংশ শতাংশ কমেছে। মার্ক জুকারবার্গ সেপ্টেম্বরের শেষের দিকে কর্মীদের মেটার খরচ কমানোর বিষয়ে সতর্ক করেছিলেন। পাশাপাশি কোম্পানি চালাতে নতুন টিম গড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
মেটার স্টকে চলতি বছরে বিশাল পতন দেখা গেছে। পরিসংখ্যান বলছে, শেয়ারের মোট ৭৩ শতাংশ কমেছে চলতি বছরে। ২০১৬-র থেকে বড় পতন দেখা দিয়েছে কোম্পানির শেয়ারে।আগের থেকে বড় পতনের পর, কোম্পানির শেয়ারগুলি মার্কিন বাজারের S&P 500 সূচকের সবচেয়ে খারাপ-পারফর্মিং স্টক হয়ে উঠেছে। এই বছর মেটার শেয়ারের মূল্য প্রায় ৬৭ বিলিয়ন ডলার কমেছে, যা কোম্পানির জন্য একটি বড় ধাক্কা।
পরিসংখ্যান বলছে, অতীতে এত বড় মাপের ছাঁটাইয়ের পথে কখনোই হাঁটেনি কোম্পানি। সেপ্টেম্বরের শেষে কোম্পানি জানিয়েছিল, মেটাতে মোট ৮৭,০০০ কর্মী কাজ করেন। তবে সেই সময় কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু বলা হয়নি।