নয়াদিল্লি: নিজের কনভয় নিজেই থামালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কারণ একটি অ্যাম্বুল্যান্স। একটি অ্যাম্বুল্যান্সকে রাস্তা ছেড়ে দেওয়ার কারণেই কিছুক্ষণের জন্য থেমে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। হিমাচল প্রদেশের কাংড়া জেলায় চাম্বি গ্রামে দেখা গেল এমনই ঘটনা। খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। 


ভিডিওটিতে দেখা যাচ্ছে, দ্রুতগতিতে একটি অ্যাম্বুল্যান্স আসছে। যতক্ষণ না সেটি পেরিয়ে গেল ততক্ষণ দাঁড়িয়ে থাকল প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদির কনভয়। ভোটমুখী হিমাচল প্রদেশের (Himachal Pradesh) চাম্বিতে একটি নির্বাচনী প্রচারসভা ছিল প্রধানমন্ত্রীর। 


 



আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশের বিধানসভা ভোট। ৮ ডিসেম্বর তার ফল বেরবে। 


কংগ্রেসকে আক্রমণ:
এদিন নির্বাচনী প্রচারে কংগ্রেসের দিকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস মানেই অস্থিরতা, এমনটাও বলেন মোদি। 


তিনি বলেন, 'আমরা সবসময় দেখি কংগ্রেসের অন্দরেই লড়াই চলে। রাজস্থানে এবং অন্যত্র আমরা এমন ঘটনা দেখেছি। অস্থিরতা এবং দুর্নীতির নিশ্চয়তা দেয় কংগ্রেস। কংগ্রেস কখনই হিমাচল প্রদেশে স্থায়ী সরকার দিতে পারবে না। তারা সেটা চায়ও না।' প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় যে, ২টি রাজ্য রয়েছে যেখানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তাই সেই ২টি রাজ্য থেকে কখনও উন্নয়নের খবর শোনা যায় না। মোদির দাবি, 'ওরা (কংগ্রেস) দুর্নীতি নিয়ে পরিকল্পনা করে কিন্তু আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি।'


ডবল ইঞ্জিন তত্ত্ব:
হিমাচল প্রদেশের সভাতেও মোদির মুখে শোনা যায় ডবল ইঞ্জিন তত্ত্ব। তিনি বলেন, 'হিমাচল প্রদেশে শক্তিশালী এবং স্থায়ী সরকার চাই। যখন হিমাচলে একটি শক্তিশালী এবং ডবল ইঞ্জিন সরকার হবে তখন তারা সব প্রতিকূলতা পেরিয়ে নতুন উচ্চতায় যেতে পারবে।'


হিমাচলের গুণগান:
এদিন হিমাচল প্রদেশের নানা গুণগান শোনা গিয়েছে নরেন্দ্র মোদির ভাষণে। তিনি বলেন, 'কাংড় শক্তিপীঠের ভূমি। এখানে ভারতের বিশ্বাস এবং আধ্যাত্মিকতা রয়েছে। এই ভূমিতে সবসময় ভোলেবাবার আশীর্বাদ বর্ষিত হয়।' 


আরও পড়ুন: একের পর এক যুগান্তকারী রায়, বদলে দেন বাবার সিদ্ধান্তও, শপথ নিলেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়