Meta Pay Disparity: আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পার হয়েছে ২৪ ঘণ্টাও কাটেনি। এর মধ্যেই মেটা সংস্থা প্রসঙ্গে প্রকাশ্যে এল বিস্ফোরক তথ্য। শোনা যাচ্ছে, পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মীদের কম বেতন দেয় মেটা কর্তৃপক্ষ। এমনিতেই গতবছর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের ঘটনায় সংবাদ শিরোনামে রয়েছে মেটা সংস্থা। এবার মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের অসাম্যের তথ্য প্রকাশ্যে আসায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ২০২৩ সালেও কীভাবে লিঙ্গের ভিত্তিতে বেতন ধার্য হয়, মহিলা এবং পুরুষ কর্মীদের বেতনের মধ্যে ফারাক করা হয়, তাও আবার মেটা'র মতো কোম্পানিতে--- তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তবে এই বিশেষ পরিস্থিতি দেখা গিয়েছে আয়ারল্যান্ড এবং ব্রিটেনে। এই দুই স্থানেই মহিলা কর্মীদের পুরুষ কর্মীদের তুলনায় কম বেতন দেওয়া হয়। সারাদিনের কাজ হোক বা ঘণ্টার নিরিখে কাজ, সর্বত্রই এই অসাম্য দেখা যায়। মেটা'র ব্রিটেনের অফিসে চাকরি করেন প্রায় তিন হাজার মহিলা কর্মী। অন্যদিকে মেটা'র আয়ারল্যান্ডের অফিসে কাজ করেন প্রায় ৫০০০ মহিলা কর্মী। অর্থাৎ মেটার' গ্লোবাল ওয়ার্কফোর্সের প্রায় ১০ শতাংশ। অথচ তাঁদের সঙ্গেই এই অসমতা দেখানো হয়। 


মেটা আয়ারল্যান্ডের ২০২২ সালের ডিসেম্বর মাসের রিপোর্ট


এই প্রতিবেদন অনুসারে মেটা'র আয়ারল্যান্ডের অফিসে পুরুষ কর্মীদের তুলনায় মহিলা কর্মীরা ১৫.৭ শতাংশ কম বেতন পান। বোনাসের ক্ষেত্রে পরিসংখ্যান আরও ভয়ানক। পুরুষ কর্মীদের তুলনায় ৪৪.৩ শতাংশ কম বোনাস পান মহিলা কর্মীরা। 


এবার দেখে নেওয়া যাক মেটা ব্রিটেনের পরিসংখ্যান


এখানে পুরুষ কর্মীদের তুলনায় মহিলারা ২.১ শতাংশ কম বেতন পান। আর বোনাসের ক্ষেত্রে পুরুষ কর্মীদের তুলনায় ৩৪.৮ শতাংশ কম বেতন পান মহিলা কর্মীরা। 


মেটা'য় কর্মী ছাঁটাই


ফের বড় অঙ্কের কর্মী ছাঁটাই করতে পারে মেটা (Facebook Layoffs)। শীঘ্রই নতুন পর্বের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক, ইনস্টাগ্রামের অভিভাবক সংস্থা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহেই হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করতে পারে মেটা( Meta Job Cut)। নভেম্বর মাসেই ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করে এই কোম্পানি। মেটা ঘনিষ্ঠদের খবর,কোম্পানির লক্ষ্যপূরণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেটা। এর আগের পর্বে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে মেটা। যা কোম্পানির প্রথম বড় ছাঁটাই। বর্তমানে মেটা কোম্পানিকে আরও আর্থিকভাবে শক্তিশালী করতে চাইছে। সেই কারণে অপ্রয়োজনীয় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে এই সংস্থা। ফেব্রুয়ারিতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, মেটার নতুন পদক্ষেপের ফলে হাজারও হাজারও কর্মী প্রভাবিত হবেন। 


আরও পড়ুন- তিনমাস আগে থেকে বুক করা যাবে ক্যাব, গ্রাহকদের সুবিধায় উবেরের নতুন পরিষেবা