Instagram Down: বৃহস্পতিবার সকালে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউজাররা ইনস্টাগ্রামে (Instagram) সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মেটা (Meta) সংস্থা অধিকৃত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক ইউজার। নিউজ ফিড রিফ্রেশ করা যাচ্ছিল না। সেই সঙ্গে কোনও কিছু আপলোড করতেও সমস্যা হচ্ছিল। বেশ কয়েক ঘণ্টা এই অসুবিধা পাওয়ার পর অবশেষে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ এই সমস্যার সমাধান করেছে। ট্যুইট করে সেকথা ঘোষণাও করেছে তারা। ঠিক কী কারণে ইনস্টাগ্রামে এইসব সমস্যা দেখা দিয়েছিল তা স্পষ্ট ভাবে জানা যায়নি।
Downdetector.com নামের একটি ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম এভাবে আচমকা কাজ করা বন্ধ করে দিলে তা নিয়ে সমীক্ষা করে। এই ওয়েবসাইটের মাধ্যমে ইনস্টাগ্রাম ডাউন রয়েছে সেকথা প্রকাশ্যে এসেছে। যখন এই মাধ্যমে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছিল সেই চূড়ান্ত পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৬ হাজারের বেশি ইউজার সমস্যার সম্মুখীন হয়েছিলেন। রিপোর্টও করেছিলেন এই ইউজাররা। ব্রিটেন এবং ভারতে সমস্যার সম্মুখীন হওয়া ইউজারের সংখ্যা তিন হাজারের বেশি। বেশ কিছুক্ষণ এই সমস্যা থাকার পর শেষ পর্যন্ত স্বাভাবিক হয় ইনস্টাগ্রাম অ্যাপের পরিষেবা।
ট্যুইটার ডাউন
কয়েকদিন আগেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্যুইটারের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছিলেন ট্যুইটার ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন ইউজাররা। বেশিরভাগেরই অভিযোগ ছিল তাঁরা ঠিকভাবে ট্যুইট দেখতে পাচ্ছিলেন না। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থায় কর্মী ছাঁটাইয়ের জন্য অনেকদিন ধরেই টালমাটাল অবস্থা চলছে। তার মধ্যে এভাবে ট্যুইটার ডাউন হয়ে যাওয়ায় এই মাধ্যমের পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্যুইটার ইউজাররা জানিয়েছিলেন, তাঁরা তাঁদের ট্যুইটার ফিড অ্যাকসেস করতে যাওয়ার সময় “Welcome to Twitter! This is the best place to see what’s happening in your world. Find some people and topics to follow now”- এই বার্তা পেয়েছিলেন। DownDetector ওয়েবসাইটের মাধ্যমে জানা গিয়েছিল যে ট্যুইটার ডাউন হওয়ার পর ভারতে থেকে ৬১৯টি অভিযোগ জমা পড়েছিল।