নয়া দিল্লি: বিশ্বজুড়ে নিজেদের জনপ্রিয়তা বজায় রাখতে এবার ফেসবুকে এল বড়সড় আপডেট। নতুন নাম যোগ হল মার্ক জুকারবার্গের সংস্থায়। মনে পড়ে আগে বন্ধুদের 'ওয়াল' এ নানারকম পোস্ট করা যেত। নিজের 'ওয়াল' এও দেওয়া যেত ছবি, ভিডিও, স্ট্যাটাস। সেই নাম বদলে তা করে দেওয়া হয়েছে 'টাইমলাইন'। এবার সেই পথেই হাঁটল মার্কের মেটা। এবার নাম বদলে যাচ্ছে 'নিউজ ফিডে'-এর। এবার থেকে তা হয়ে যাচ্ছে শুধু 'ফিড'। 


অর্থাৎ আগে যাকে বলতেন 'নিউজ ফিড', এবার থেকে তাকে বলতে হবে 'ফিড'। এই খবর জানান হয়েছে ফেসবুকের অফিসিয়াল পেজের তরফে। ফেসবুককে ভুয়ো তথ্য ছড়ানোর কেন্দ্র হিসেবে সম্প্রতি দেগে দেওয়া হয়েছিল। তাই ফেসবুক কোনও খবরের ফিড নয়, এমনটা বোঝাতেই এবার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। Facebook একটি সংবাদ উৎস এমনটা যাতে কেউ না ভাবে। 


এমনকী এই ফিডে এবার ফ্রেন্ড, গ্রুপ, পেজ, ইভেন্ট এবং আরও অনেক কিছুই আপডেট করেছে। তবে একেবারে বাদ যাচ্ছে না নিউজ সেকশন। সেটিকে একটি আলাদা ট্যাব হিসেবে রাখা হচ্ছে ফেসবুকে। সত্য সংবাদগুলিকে বিভিন্ন পরিসর থেকে আলাদা করে পরিবেশন করার ধারণা থেকেই এই সিদ্ধান্ত। এই বিষয়টিকে 'প্রতিশ্রুতি' হিসেবেই বলা হয়েছে মেটার তরফে। ফলে যারা সঠিক তথ্য আহরণের জন্য ফেসবুকে আসবেন তাঁরা সেই ট্যাব থেকে তথ্য পেয়ে যাবেন। 


 




ইতিমধ্যেই ফ্রান্সের একদল সাংবাদিক “a fair overview of news" এই ধারণাটি ফেসবুক নিউজের ক্ষেত্রে নিয়ে এসেছেন। এখনও পর্যন্ত ফেসবুক নিজেই কোনও খবরের পাবলিশার হিসেবে খবর পরিবেশন করে থাকে। এ বিষয়ে ফেসবুক মুখপাত্র টেকক্রাঞ্চ সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা কিছু সময়ের জন্য এই পরিবর্তনের পরিকল্পনা করেছি। আমরা মনে করি ফিড হল বিস্তৃত বৈচিত্র্যের বিষয়বস্তুর একটি ভাল প্রতিফলন যা লোকেরা স্ক্রোল করার সময় দেখে। এটি ফ্রান্সে নিউজ ট্যাব ঘোষণার সঙ্গে সম্পর্কিত নয়।"