কলকাতা: খবরের প্রকাশকদের এবার টাকা দেওয়া বন্ধ করবে ফেসবুক। আগামী এপ্রিল মাস থেকেই এই সিদ্ধান্ত জারি করা হবে বলে খবর। ফেসবুকের মূল সংস্থা মেটার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ফেসবুকে খবর (Facebook News) প্রকাশের জন্য আর টাকা দেওয়া হবে না। ফেসবুক নিউজ বলে যে বিশেষ অপশনটি ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হবে। ভবিষ্যতে নিউজ পাবলিশাররা কোনও নতুন অফার বা সুযোগ সুবিধা পাবেন না বলে জানিয়েছে মেটা।
কেন এই সিদ্ধান্ত ?
মেটার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে ব্যবসায়িক কারণ দেখানো হয়েছে। ফেসবুক ব্যবহারকারীদের আগ্রহের দিকটিকে গুরুতৃব দিয়েই নাকি এই সিদ্ধান্ত। পাশাপাশি সংস্থার বিনিয়োগের দিকটি আরও পোক্ত করার ভাবনা রয়েছে। তাই ফেসবুক নিউজ (Facebook News Update) লেখা ট্যাবটা বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে এর জন্য কোনও অর্থ দেওয়া হবে না মিডিয়া সংস্থাদের।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জার্মানির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মেটা। গত বছর ব্রিটেন, ফ্রান্সে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন করে তিনটি দেশে ফের একই নিয়ণ চালু করার কিছু কারণ রয়েছে। বিনিয়োগের পাশাপাশি অন্য একটি কারণও দেখছেন ওয়াকিবহাল মহলের একাংশ। তা হল ফেসবুক নিউজ ব্যবহারকারীর সংখ্যায় পতন। গত বছর প্রায় ৮০ শতাংশ ইউজার কমে যায় অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই ভিত্তিতেই এই পদক্ষেপ মেটার, এমনটা অনেকের দাবি।
আর কী জানাল মেটা ?
সংস্থার তরফে বলা হয়েছে, ২০২৩ সালের তথ্য অনুযায়ী, সাধারণত ফেসবুকে ইউজাররা যা দেখেন, তার ৩ শতাংশের কম হল খবর। এছাড়াও খবর পড়েন এমন ইউজারদের সংখ্যাও ফেসবুকে বেশ কম বলেই জানিয়েছে মেটা।
কিছু সুবিধা থাকছে আগের মতোই
এই সিদ্ধান্তের কারণে কোনও নিউজ পাবলিশারের অ্যাকাউন্টের সমস্যা হবে না। তাদের পোস্ট করার ক্ষেত্রেও কোনও সমস্যা থাকবে না। ইউজাররা ওই পেজ ফলো করলে পছন্দমতো খবর দেখতে পারবেন। এছাড়া আগের মতো আউটবাউন্ড লিঙ্ক থেকে খবরের সংস্থাগুলির যেমন আয় হত, তেমনটাই হবে বলে জানিয়েছে মেটা। পাশাপাশি রিল বানিয়ে বিজ্ঞাপন দিয়ে আগের মতোই পাঠকদের ওয়েবসাইটে আকর্ষণ করতে পারবে খবরের প্রকাশকরা।