Share Market: ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ মাস মার্চ শুরু হল আজ থেকে। আজ মার্চ মাসের প্রথম ট্রেডিং দিনেই চড়চড়িয়ে বাড়ল দুই সূচক। সবুজ সঙ্কেত দেখা যাচ্ছে বাজার জুড়ে। সকালে বাজার খোলার পর থেকেই তেজি ভাব লক্ষণীয়। মিডক্যাপ ও স্মলক্যাপ কোম্পানিগুলির বিপুল বৃদ্ধির (Sensex Today) কারণে একটা শক্তপোক্ত সাপোর্ট পেয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সূচক। আর এর পাশাপাশি পিএসইউ ব্যাঙ্ক ও পিএসইউ কোম্পানিগুলিও এই মোমেন্টামকে সূচকের গতিকে আরও বেশি তেজি করে তুলেছে।


বাজার খোলার সময় সূচক কেমন ছিল


আজ ১ মার্চ শুক্রবার মাসের প্রথম ট্রেডিং দিনেই (Sensex Today) অনেকটা গ্যাপ আপে খুলল বাজার। সেনসেক্স প্রায় ১০৬ পয়েন্ট বেড়ে ৭২,৬০৬ স্তরে খুলল সকালেই, আর অন্যদিকে নিফটি ৬৫.৫০ পয়েন্ট বেড়ে খুলেছে ২২,০৪৮ স্তরে। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সবুজ সঙ্কেত দেখা গিয়েছিল, আজ সকাল থেকেই সেই সবুজ সঙ্কেত আরও জোরদার হল।


কোন সেক্টরে কত বৃদ্ধি 


BSE-র মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক এদিন শুরুতেই প্রায় ০.৫ শতাংশ বেড়ে যায়। নিফটি অটো, মেটাল, পাওয়ার সহ প্রায় সমস্ত সূচকই সবুজ এখন। বলা যায় উর্ধ্বগামী সঙ্কেত সমস্ত সূচকে। শুধুমাত্র হেলথকেয়ারের সূচকে এখনও পর্যন্ত কোনও গতি দেখা যায়নি। অন্য সমস্ত সূচকই দুপুর ১২টার আগেই ১-৩ শতাংশ বেড়েছে। নিফটি ব্যাঙ্কের সূচক বেড়েছে ২ শতাংশ।


কেন বাড়ছে সূচক 


সেনসেক্স এদিনের বাজারের শুরুতে (Sensex Today) প্রায় ১০০০ পয়েন্ট বেড়েছে। একদিনের সেশনেই এতটা বৃদ্ধিতে মুখে হাসি চওড়া হয়েছে বিনিয়োগকারীদের। আভ্যন্তরীণ অর্থনৈতিক বৃদ্ধি এবং মার্কিন বাজারের মুদ্রাস্ফীতির হার আজকের এই বৃদ্ধিকে প্রভাবিত করেছে। তাঁর সঙ্গে বিশ্বের বাজারে অন্যান্য ইতিবাচক সঙ্কেতও নিফটি ও সেনসেক্সের গতি ত্বরান্বিত করেছে। সকাল ১১.৪৮-এর সময়েই সেনসেক্স ১০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে গিয়েছে, নিফটি পেরিয়েছে ২২,২০০-এর সীমা। ফলে ১২টার আগেই রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে নিফটি ও সেনসেক্স। সেনসেক্স এখন ৭৩৫৬০-এর ঘরে এবং নিফটি ট্রেড করছে ২২,৩০০ পয়েন্টে।


অক্টোবর ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি বেড়েছে ৮.৪ শতাংশ যা গত ৬টি ত্রৈমাসিকের থেকে রেকর্ড বৃদ্ধি। এই আশাতীত জিডিপি বৃদ্ধি বাজারে গতি এনেছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরা (FII) এখন শেয়ার বাজারে বিনিয়োগ বাড়িয়েছে আগের তুলনায়। এটাও সূচক (Sensex Today) বৃদ্ধির মূলে অন্যতম কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


কোন শেয়ারে বেশি গতি


এখনও পর্যন্ত টাটা স্টিলের শেয়ার সবথেকে বেশি বৃদ্ধি অনুভব করেছে। ট্রেডিং সেশনের প্রথমার্ধেই প্রায় ৪ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম।


কোন সেক্টরে বেশি লাফ 


সেক্টরের মধ্যে নিফটি মেটাল সেক্টরের সূচকে সবথেকে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে। ২.৬৮ শতাংশ বেড়েছে এই সংস্থার সূচক।  


আরও পড়ুন: NSE BSE Special Trading Session Live: আগামীকাল শনিবারেও খোলা থাকবে বাজার, কখন হবে বিশেষ ট্রেডিং সেশন ?