Smartwatch: ভারতের নিজস্ব কোম্পানি Fire-Boltt সম্প্রতি দেশে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ১২০টির বেশি স্পোর্টস মোড। তার সঙ্গে রয়েছে অনেক হেলথ ফিচার। হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার জন্য রয়েছে বিশেষ সেনসর। Fire-Boltt কোম্পানির নতুন স্মার্টওয়াচ একটি IP68 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 


Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচের দাম


ভারতে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচের দাম ১৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Fire-Boltt সংস্থার ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচ কেনা যাবে। কালো, নীল, লাল, ধূসর, গোলাপি এবং Teal- এই ছয়টি রঙে লঞ্চ হয়েছে Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচ। 


Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার



  • এই স্মার্টওয়াচে রয়েছে AI ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। গুগল অ্যাসিসট্যান্ট এবং সিরি- র সাপোর্ট রয়েছে Fire-Boltt Talk Ultra সাপোর্ট। 

  • মোট ১২৩টি স্পোর্টস মোড রয়েছে এই নতুন স্মার্টওয়াচে। সেই তালিকায় রয়েছে রানিং, সাইক্লিং এবং সুইমিং ও আরও অনেক ফিচার।

  • SpO2 মনিটরিং, ডায়নামিক হার্ট রেট ট্র্যাকিং, স্লিপ মনিটরিং- এইসব সেনসরও রয়েছে নতুন স্মার্টওয়াচে। ইন-বিল্ট বেশ কিছু গেমও রয়েছে এই ডিভাইসে। 

  • Fire-Boltt Talk Ultra স্মার্টওয়াচে একবার পুর চার্জ দিলে সাতদিন পর্যন্ত বজায় থাকবে ব্যাটারি লাইফ। এই স্মার্টওয়াচে পুরো চার্জ হতে সময় লাগবে প্রায় ১২০ মিনিট অর্থাৎ প্রায় ২ ঘণ্টা।

  • ১০০-র বেশি ক্লাউড ওয়াচ ফেসের সাপোর্টও রয়েছে এই স্মার্টওয়াচে। সংস্থার দাবি, এই ডিভাইসের ওজন প্রায় ৮০ গ্রাম। 


Dizo Smartwatch: নতুন বছরের প্রথম মাসেই ভারতে লঞ্চ হয়েছে নতুন দুটো স্মার্টওয়াচ (Smartwatch)। রিয়েলমি টেকলাইফের (Realme Techlife) সাব-ব্র্যান্ড ডিজো, দেশে লঞ্চ করেছে স্মার্টওয়াচের নতুন দুটো মডেল। সম্প্রতি লঞ্চ হয়েছে ডিজো ওয়াচ ডি প্রো (Dizo Watch D Pro) এবং ডিজো ওয়াচ ডি আলট্রা (Dizo Watch D Ultra)। এর মধ্যে ডিজো ওয়াচ ডি প্রো মডেলে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। অন্যদিকে ডিজো ওয়াচ ডি আলট্রা মডেলে রয়েছে AMOLED স্ক্রিন। দুটো স্মার্টওয়াচেই রয়েছে একাধিক রঙের স্ট্র্যাপ, যেমন- কালো, নীল এবং ধূসর। ডিজো ওয়াচ ডি প্রো স্মার্টওয়াচের দাম ২৬৯৯ টাকা। ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টওয়াচ কেনা যাবে। অন্যদিকে ডিজো ওয়াচ ডি আলট্রা মডেলের দাম ৩২৯৯ টাকা। এই স্মার্টওয়াচও কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 


আরও পড়ুন- অ্যাপেল ওয়াচের মতো দেখতে নতুন স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে, দাম ৩৫০০ টাকারও কম, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার