Camera Phones: স্মার্টফোন কেনার সময় অনেকেই ক্যামেরা স্পেসিফিকেশনকে (Camera Features) সবচেয়ে বেশি মান্যতা দিয়ে থাকেন। কোন ফোনের ক্যামেরা কত ভাল, বা বলা যায় কোন ফোনে কত বেশি মেগাপিক্সেলের (Megapixel) সেনসর রয়েছে, সেই ফোনই কেনার জন্য বেছে নেওয়া হয়। শুধু রেয়ার ক্যামেরা সেনসরের মেগাপিক্সেল নয়, নজরে থাকে অন্যান্য বিভিন্ন ধরনের ক্যামেরা ফিচার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরের দিকেও। কম আলোয় ভাল ছবি উঠবে, রাতে ঝকঝকে ছবি তোলা যাবে, ভাল ইমেজ এডিটিং টুল রয়েছে এমন ফোন অনেকেরই প্রথম পছন্দ। ক্রেতাদের আগ্রহ অনুসারে তাই বিভিন্ন সংস্থাও এখন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশনের দিকে বিশেষ নজর দিয়েছে। ভারতে ২০০ মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেনসর যুক্ত ফোনও লঞ্চ হয়েছে। এবার দেখে নেওয়া যাক ভারতে ২৫ হাজার টাকার মধ্যে ভাল ক্যামেরা ফিচার যুক্ত কী কী ফোন রয়েছে।
রিয়েলমি ১০ প্রো প্লাস- ভারতে দাম শুরু ২৪,৯৯৯ টাকা থেকে। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর ও ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ইনফিনিক্স জিরো ৩০ ৫জি- এর দাম শুরু ২৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর ও ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি- এর দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি, ২ মেগাপিক্সেলের আর একটি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
Camon ২০ প্রিমিয়ার ৫জি- টেকনো সংস্থার এই ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। এখানে ৫০, ১০৮ এবং ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি- ভারতে এই ফোনের দাম ২৪,৯৯০ টাকা থেকে শুরু। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি, ৫ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। আর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৩৪ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?