Apple Watch Series 8: ইসিজি , ব্লাড অক্সিমিটার সেন্সর দিয়েছে আগেই, এবার আরও একধাপ এগিয়ে গেল অ্যাপলের স্মার্টওয়াচ। Apple Watch Series 8 ও Apple Watch SE (2nd Generation)-এ পাবেন দুর্ঘটনাকালীন নোটিফিকেশনের সুবিধা। আপনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে নিজে্ই জরুরিকালীন নোটিফিকেশন পাঠাবে অ্যাপল স্মার্টওয়াচ ৮।


Apple Watch Series 8: এখানেই শেষ নয়, রাতে শরীরে কোনও বড় পরিবর্তন হলে নোটিফাই করবে ঘড়ি।১ ডিগ্রি শরীরে তাপমাত্রা পরিবর্তন হলেও ধরতে পারবে অ্যাপল স্মার্ট ওয়াচ ৮ । মহিলাদের পিরিয়ড সাইকেলের বিষয়ে সতর্ক করবে স্মার্টওয়াচ। এ ছাড়াও আগের মতোই থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচ জিপিএস ও সেলুলার মডেলে পাওয়া যাবে। কোম্পানি ২০২২ সালের সাশ্রয়ী মূল্যের মডেলের উত্তরসূরি হিসেবে Apple Watch SE-এর দ্বিতীয় প্রজন্মও উন্মোচন করেছে আজ। নতুন Apple স্মার্টওয়াচগুলি ১৬ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।


Apple Launch Event Live: সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা, অ্যাপল আনল এই ঘড়িলো পাওয়ার মো়ড থাকছে অ্যাপল ওয়াচ সিরিজ ৮-এ। একবার ফুল চার্জে যাবে ৩৬ ঘণ্টা। আগে যা যেত ১৮ ঘণ্টা। তবে পাওয়ার সেভার মোডে এই কাজ করবে স্মার্টওয়াচ। Apple Watch Series 8 এর দাম শুরু হবে  ৩৯৯ ডলার (প্রায় ৩১,৮০০ টাকা) থেকে। কেবল GPS সংস্করণ এই দামে পাওয়া যাবে। GPS+সেলুলার সংস্করণের জন্য ৪৯৯ ডলার (প্রায় ৩৯,৮০০ টাকা)। এ ছাড়াও Apple Watch SE (2nd Generation)ও লঞ্চ করেছে কোম্পানি। যাতে সিরিজ 8-এর মতো একই মোশন সেন্সর, ক্র্যাশ ডিটেকটর বৈশিষ্ট্যগুলিও রয়েছে৷ GPS সংস্করণের জন্য এটির দাম ২৪৯ ডলার (প্রায় ১৯,৯০০ টাকা) ও GPS+সেলুলার সংস্করণের জন্য ২৯৯ (প্রায় ২৩,৮০০ টাকা)। আজ থেকে এর অর্ডার দেওয়া যাবে। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি।


আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য এবার Apple Watch Ultra  নিয়ে এসেছে কোম্পানি।  অ্যাপলের দাবি, সবথেকে টেকসই স্মার্টওয়াচ হতে চলেছে আল্ট্রা। Apple Watch Ultra-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার (প্রায় ৬৩,৭০০ টাকা) থেকে। ২৩ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।এই স্মার্টওয়াচ সিরিজটি মিডনাইট, সিলভার, স্টারলাইট ও রেড কালার অপশনে পাওয়া যাবে। অ্যাপল ওয়াচ সিরিজ 8 কেনার সাথে, কোম্পানি তিন মাসের জন্য Fitness+ বিনামূল্যে সাবস্ক্রিপশনও অফার করছে।