Moto Phones: এবার বাজেট ফোন ধামাকা করতে চলেছে মোটোরোলা। কোম্পানি আনছে তাদের নতুন ফোন Moto g GO। সম্প্রতি মোটোর এরকমই কিছু খবর ফাঁশ হয়েছে। রেট্রো ডিজাইনের এই বাজেট ফোনে কী নতুন বৈশিষ্ট্য থাকবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। 


Moto g GO: এই বৈশিষ্ট্যগুলি মোটো জি গোতে পাওয়া যাবে


ফাঁস হওয়া ছবিগুলি থেকে অনুমান করা যায়, এই মটোরোলা স্মার্টফোনটি একটি মাল্টি-টাচ ডিসপ্লে পেতে পারে। এতে মোটা বেজেল সহ একটি টিয়ারড্রপ নচও থাকতে পারে। সঙ্গে 5MP সেলফি ক্যামেরা থাকবে সামনে। যদি ফাঁস ছবিগুলি বিশ্বাস করা হয়, তবে মোটো জি গো একটি আইপিএস এলসিডি স্ক্রিনের সঙ্গে আসতে পারে।


Moto Phones: কী ফিচার ফোনে ?
ফোনের ডানদিকে একটি ভলিউম রকার ও পাওয়ার বটন ও বাঁ দিকে একটি কম্বো সিম দেওয়া থাকবে। এদিকেই থাকবে মাইক্রোএসডি কার্ড ট্রে । মোটোরোলার ক্লাসিক লোগো ডিম্পলের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট রিডার থাকবে। এর সঙ্গে Moto G GO তে একটি হেডফোন জ্যাক ও একটি USB টাইপ-সি পোর্ট রয়েছে।


Moto g GO: ক্যামেরায় কী বিশেষ থাকছে ?
এই ফোনে একটি 13MP প্রাথমিক সেন্সর ও একটি 2MP ডেপথ সেন্সর থাকতে পারে। ফোনে একটি ম্যাক্রো ক্যামেরাও দিতে পারে কোম্পানি। এতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরাও দেখা যাবে।


Moto Phones: মোটো জি গো গুগলের লাইটওয়েট অ্যান্ড্রয়েড গো ওএস বিল্ডের সঙ্গে পাওয়া যাবে। একটি ভ্যারিয়েন্টের সঙ্গেই ইনবিল্ড মেমরি নিয়ে আসবে এই ফোন। শোনা যাচ্ছে, আসন্ন Motorola Moto G82 ভারতে 7 জুন লঞ্চ হতে চলেছে। চিনা কোম্পানি লেনেভোর হাতে যাওয়ার পর থেকেই একের পর এক বাজেট ফোনের দিকে মন দিয়েছে মোটো। যা থেকে বেড়েছে বিক্রির সংখ্যা।


আরও পড়ুন : Apple WWDC 2022: লাইনে রয়েছে ভিআর চশমা থেকে অ্যাপল কার, আজ কী লঞ্চ করবে অ্যাপল ?