কলকাতা: ওয়ানপ্লাস (OnePlus) সংস্থার নতুন স্মার্টটিভি (Smart TV) লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাসের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই টিভি লঞ্চের কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে লঞ্চ হবে ওয়ানপ্লাস টিভি ৫০ ওয়াই১এস প্রো (OnePlus TV 43 Y1S Pro)। অর্থাৎ এই টিভি ওয়ানপ্লাস ওয়াই সিরিজের এবং ৫০ ইঞ্চির স্ক্রিন সাইজ নিয়ে লঞ্চ হবে ভারতে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও এই স্মার্টটিভির বেশ কিছু সম্ভাব্য ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেমন- শোনা যাচ্ছে ওয়ানপ্লাসের নতুন এই স্মার্টটিভিতে আগের মডেলের মতোই একটি bezel less ডিজাইন থাকবে। সেই সঙ্গে একটি 4K UHD রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকারও সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই স্মার্টটিভিতে HDR10 সাপোর্ট থাকবে। তার সঙ্গে থাকছে Dolby Audio সাপোর্ট যুক্ত ২৪ ওয়াটের স্পিকার।


ওয়ানপ্লাসের আসন্ন স্মার্টটিভির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারগুলো দেখে নিন



  • ওয়ানপ্লাসের এই স্মার্টটিভির শব্দ নিয়ন্ত্রণের জন্য ইউজাররা তাদের ওয়ানপ্লাস ওয়াচ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে স্মার্ট ভলিউম কন্ট্রোল ফিচারের সাহায্যে শব্দ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

  • এই টিভিতে থাকবে একটি স্লিপ ডিটেকশন ফিচার। এর সাহায্যে ইউজারের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বে বা স্লিপ মোডে চলে যাবে টিভিও। অর্থাৎ যদি কোনও ইউজার যদি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন, তাহলেও সমস্যা নেই। টিভি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।

  • ওয়ানপ্লাস ওয়াই সিরিজের আসন্ন এই স্মার্টটিভিতে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে শোনা গিয়েছে।

  • এই স্মার্টটিভির ইমেজ কোয়ালিটি ভালমানের করার জন্য এখানে থাকছে অত্যাধুনিক Gamma Engine- এর সাপোর্ট।

  • অন্যান্য ওয়ানপ্লাস স্মার্টটিভির মতো আসন্ন মডেলেও থাকতে চলেছে স্মার্ট ম্যানেজার সাপোর্ট। এর সাহায্যে সিস্টেমের স্পিড থেকে শুরু স্টোরেজ স্পেস ফ্রি করা সমস্ত কাজেই নিয়ন্ত্রণ রাখা সম্ভব।


এ বছর ওয়ানপ্লাস সংস্থা তাদের ওয়াই সিরিজের আরও একটি স্মার্টটিভি লঞ্চ করেছে। এপ্রিল মাসে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস টিভি ৪৩ ওয়াই১এস প্রো মডেল। তার দাম ২৯,৯৯৯ টাকা।


আরও পড়ুন- প্রথম মেটাভার্স ফোন লঞ্চ করল এইচটিসি, একসঙ্গে দেখা যাবে 2D-3D কনটেন্ট