Check Internet speed with TRAI app: ঠকাতে পারবে না কোনও কোম্পানি। আপনার মোবাইলে ইন্টারনেটের গতি বলে দেবে এই নতুন অ্যাপ। সম্প্রতি এই নয়া অ্যাপ এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। 


Internet Speed: ইন্টারনেটের গতি দেখতে পাবেন অ্য়াপে
তথ্য আদান-প্রদান থেকে বিনোদন, ইন্টারনেটের ওপর ভিত্তি করে দ্রুত দৌড়চ্ছে যোগাযোগের মাধ্যম। বর্তমানে ইন্টারনেট ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা করা কঠিন। সবাই আজকাল শুধুমাত্র ইন্টারনেটে খাবার, ভিডিও, খবর ছাড়াও আরও অনেক কিছুর খোঁজ করছে।  এই সব বৈশিষ্ট্যের সুবিধা নিতে উচ্চ গতির ইন্টারনেট প্রয়োজন। সেই ক্ষেত্রে ইন্টারনেটের গতি কম হলে তথ্য পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে ইন্টারনেটের সর্বোচ্চ গতি পেতে আপনাকে আরও সচেতন হতে হবে। অন্যথায় কোম্পানি ইন্টারনেটের গতি নিয়ে ভুয়ো দাবি করলেও বুঝতে পারবেন না আপনি। 


কীভাবে পরীক্ষা করতে পারবেন আপনার ইন্টারনেটের গতি ?
১ আপনার মোবাইল ফোনে TRAI অ্যাপ ডাউনলোড করুন।
২ Begin Test অপশনে প্রেস করুন ও রেজাল্টের জন্য অপেক্ষা করুন।
৩ যখন স্পিডোমিটার থামবে, ফলাফলটি আপনার স্ক্রিনে দেখতে পারবেন।
৪ আপনি ইন্টারনেটের গতিতে সন্তুষ্ট না হলে আবার পরীক্ষা করতে পারেন।


TRAI অ্যাপ কী?
Telecom Regulatory Authority of India (TRAI) অ্যাপ ব্যবহারকারীদের তাদের ডেটার গতি দেখার সুযোগ দেয়। এর পরে এর ফলাফল পাঠানো হয় TRAI-এর কাছে। অ্যাপটি নেটওয়ার্কের গতি ও অন্যান্য নেটওয়ার্ক তথ্য ট্র্যাক করে পাঠায়। মনে রাখবেন, অ্যাপটি কোনও ব্যক্তিগত ব্যবহারকারীর তথ্য ট্রাই-এর কাছে পাঠায় না। ভারতে 5G লঞ্চ করার পরে Ookla 5G গতি পরীক্ষা করেছে। Ookla-এর মতে, ভারতে টেস্ট নেটওয়ার্কে গড় 5G ডাউনলোড স্পিড হল 500 Mbps। মিডিয়া রিপোর্ট অনুসারে, এনসিআর-এ 5জি গতির ক্ষেত্রে জিও এয়ারটেলের থেকে এগিয়ে। যেখানে Airtel-এর স্পিড 197.98Mbps পর্যন্ত, সেখানে Jio-এর স্পিড 598.58Mbps-এ পৌঁছেছে।


Mobile Phone Banned In India: বাজারে ৫জি পরিষেবা আসায় বন্ধ হয়ে যাচ্ছে ৩জি, ৪জি স্মার্টফোন তৈরি। মোদি সরকারের নির্দেশেই নাকি হতে চলেছে এই কাজ। সম্প্রতি এই নিয়ে মোবাইল প্রস্তুতকারী কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে সরকার। তবে কি আর ৩জি , ৪জি স্মার্টফোন দেখা যাবে না বাজারে ?


Smartphone Ban: কী বার্তা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ?
মোবাইল অপারেটর ও স্মার্টফোন নির্মাতাদের সঙ্গে বৈঠক করে 3G, 4G মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মেসেজ। এই বার্তায় দাবি করা হয়েছে , ১০ হাজারের বেশি দামি মোবাইলে পাওয়া যাবে ৫জি পরিষেবা।


PIB Fact Check: দেখুন টুইটারে কী বলা হয়েছে ?
ইতিমধ্য়েই দেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের এই বক্তব্যের সত্যতা নিয়ে 'ফ্যাক্ট চেক' করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। টুইটারে PIB-র তরফে দাবি করা হয়েছে, কিছু মিডিয়া ভারত সরকার স্মার্টফোন কোম্পানিগুলিকে 3G ও 4G স্মার্টফোন তৈরি বন্ধের নির্দেশ সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছে।  এই খবর সম্পূর্ণ ভুয়ো। ভারত সরকার এ ধরনের কোনও নির্দেশ দেয়নি।