Mi Band 7 Pro: আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ছবি প্রকাশ্যে নিয়ে এল কোম্পানি। Mi Band 7 Pro ফিটনেস ব্রেসলেট প্রকাশ করল চিনা টেক জায়ান্ট শাওমি। আগামী ৪ জুলাই Xiaomi 12S লাইনআপের সঙ্গে ডিভাইসের অফিশিয়াল প্রিমিয়ার হবে। লঞ্চের আগে জেনে নিন ডিভাইসটির কিছু বৈশিষ্ট্য। 


Mi Band 7 Pro থেকে Mi Band 7 কতটা আলাদা ?


ডিজাইনের কথা বললে, উভয় ব্যান্ডে অনেক পার্থক্য দেখা যায়। উভয়েরই আয়তক্ষেত্রাকার স্ক্রিন থাকলেও Mi Band 7 Pro এর স্ক্রিন Mi Band 7 এর থেকে আকারে বড় হতে পারে। Mi Band 7 Pro ফিটনেস ব্রেসলেটের চেয়ে ঘড়ির মতো দেখতে হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই গ্যাজেটের ইন্টারফেস সেরা পারফরম্যান্সের জন্য কাস্টমাইজ করা যাবে।


Mi Band 7 Pro এর রং ও নকশা


শাওমির টিজার ভিডিও Mi Band 7 Pro সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেনি। তবে ফাঁস হওয়া রেন্ডারগুলি দেখায় যে, Xiaomi Mi Band 7 Pro দুটি রঙের ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, প্রথম ভ্যারিয়েন্টটি একটি সোনালি বেজেল ও ডিসপ্লের চারপাশে একটি সাদা ব্যান্ড পাবে। দ্বিতীয়টি একটি গানমেটাল বেজেল ও ডিসপ্লের চারপাশে কালো স্ট্র্যাপ পেতে পারে।


Mi Band 7 Pro এর সম্ভাব্য বৈশিষ্ট্য


Xiaomi এই আসন্ন ব্যান্ডে স্পোর্টস মোড ও অনেক স্বাস্থ্য পর্যবেক্ষণ বৈশিষ্ট্য থাকবে। এই ধরনের বৈশিষ্ট্য নিয়ে বরাবরই গর্ব করে কোম্পানি। স্পোর্টস মোড ও একাধিক অ্যাক্টিভিটি মনিটরিং মোড পাওয়া যাবে ব্যান্ডে। যা নতুন সংস্করণে আগের তুলনায় উন্নত হতে পারে। কোম্পানি হার্ট রেট ও SpO2 মাপার জন্য নির্ভুল অপটিক্যাল সেন্সর দিতে পারে গ্যাজেটে। ডিভাইসটিকে একটি ইনবিল্ট GPS মডিউল দিয়ে লঞ্চ করা হবে বলে জানা গেছে।


আরও পড়ুন : OnePlus Nord 2T 5G এল ভারতে, সুপারভুক ফাস্ট চার্জিং ছাড়াও নতুন স্পেকস, দাম কত জানেন ?