Year Ender 2022: বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন। চলতি বছরে বাজার দাপিয়েছে বহু ফোন। দেখে নিন, তার মধ্য়ে সেরা প্রিমিয়াম ফোনগুলির বৈশিষ্ট্য।


Samsung Galaxy S22 Ultra: কী রয়েছে এই ফোনে ?
Samsung Galaxy S22 Ultra ফোনে একটি 6.8-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। ফোনটি Snapdragon 8 Gen 1 চিপসেট দিয়ে তৈরি। এই ফোনটি Android 12 / OneUI 5 আউট-অফ-বক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এছাড়াও স্মার্টফোনটিতে 5,000 mAh এর শক্তিশালী ব্যাটারি পাওয়া যাচ্ছে।


Samsung Galaxy Z Fold 3: স্যামসাঙের সবথেকে বেশি চর্চিত ফোন
এই স্মার্টফোনটিতে একটি 7.6-ইঞ্চি ডায়নামিক AMOLED ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি Qualcomm Snapdragon 888 প্রসেসরে কাজ করে। এটি 4400 mAh ব্যাটারি সাপোর্ট করে। ক্যামেরার কথা বললে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।


Apple iPhone 14 সিরিজ: অ্যাপেলের এই ফোন সফলতা পেল কি ?
Apple iPhone 14 Pro ও iPhone 14 Pro Max ফ্ল্যাগশিপ ডিভাইসে একটি নতুন পিল-আকৃতির খাঁজ দেওয়া হয়েছে, যা নোটিফিকেশন অনুসারে আকার পরিবর্তন করে। অ্যাপল এই বৈশিষ্ট্যটির নাম দিয়েছে ডায়নামিক আইল্যান্ড। বর্তমানে এটি একটি খুব অনন্য বৈশিষ্ট্য, এমন বৈশিষ্ট্য এখনও কোনও স্মার্টফোনে আগে দেখা যায়নি। এছাড়াও আইফোন 14 প্রো সিরিজে সব সময়-অন ডিসপ্লে পাওয়া যায়। কোম্পানির  সর্বশেষ A16 বায়োনিক চিপসেটের সঙ্গে আসে। এই ফোনে পাবেন ক্র্যাশ ডিটেকশন ফিচার। ক্যামেরা সম্পর্কে কথা বললে, iPhone 14 সিরিজে একটি 48-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা পাওয়া যায়।


গুগল পিক্সেল 7 ও গুগল পিক্সেল 7 প্রো: গুগল আরও ভাল ক্যামেরা সিস্টেম সহ তার নতুন পিক্সেল 7 সিরিজ চালু করেছে। এতে টেনসর জি২ চিপসেট দেওয়া হয়েছে। এর ভ্যানিলা মডেলটি একটি ডুয়াল ক্যামেরা সিস্টেমের সঙ্গে পাওয়া যায়। যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর ও একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এতে একটি 12-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। এর প্রো মডেলটি একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও 30x সুপার রেজোলিউশন জুম , 5x অপটিক্যাল জুম সাপোর্ট সহ একটি 48-মেগাপিক্সেল টেলিফটো লেন্স পায়।


OnePlus 10T 5G: চলতি বছরে নজর ছিল এই ফোনে 
কোম্পানি OnePlus 10T তে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর দিয়েছে। এর সঙ্গে এই ফোন 16 GB পর্যন্ত LPDDR5 RAM + 256 GB পর্যন্ত বাড়ানো যায়। এই ডিভাইস UFS 3.1 স্টোরেজ দিয়ে তৈরি। OnePlus 10T 5G Android 12 এর উপর ভিত্তি করে OxygenOS 12.1 এ কাজ করে। ক্যামেরার কথা ধরলে ফোনে পাবেন সাম্প্রতিক  OnePlus 10T 5G-তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। OnePlus 10T-এ 4800mAh ব্যাটারি ও 150W SuperWook ফাস্ট চার্জিংয়ের জন্য সাপোর্ট রয়েছে এতে।


আরও পড়ুন : Cyber Attack: হ্যাকার হানার গ্রাসে ভারত, বিশ্বের প্রথম পাঁচে নাম, কীভাবে বাঁচবেন জানেন ?