Extramarital Relation: বদলে যাচ্ছে সম্পর্কের ধারণা ! বিয়ের পাশাপাশি বিবাহবহির্ভূত সম্পর্কের দিকে এগোচ্ছে দেশ ? অন্তত তেমনই পরিসংখ্যান তুলে ধরছে 'এক্সট্রা ম্য়ারাইটাল ডেটিং অ্যাপ গ্লিডেন'। সংখ্যাতত্ত্ব বলছে, ফ্রান্সের এই অ্যাপে রয়েছে ২০ শতাংশ ভারতীয়।


Gleeden Dating App: ডেটিং অ্য়াপের ঘোষণায় চাঞ্চল্য
ফ্রান্সের এই ডেটিং অ্যাপ জানিয়েছে,সম্প্রতি বিশ্বে ১ কোটি গ্রাহক সংখ্যা ছুঁয়েছে কোম্পানি। যার মধ্য়ে কেবল ২০ লক্ষ গ্রাহকই ভারত থেকে রেজিস্টার করেছে। এখানেই শেষ নয়,২০২২-এর সেপ্টেম্বর থেকে ১১ শতাংশ বেড়েছে এই ডেটিং অ্য়াপের গ্রাহক সংখ্যা।


Extramarital Dating App: এই ধরনের অ্যাপের চাহিদা বাড়ছে
বিশ্ববাজারে অনলাইন ডেটিং অ্যাপের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে,ক্রমশ বেড়ে চলেছে এই ধরনের অ্যাপ্লিকেশনের চাহিদা। কোভিডের সময় থেকে যুব প্রজন্মের মধ্যে বেড়ে চলেছে এই ধরনের অ্যাপের গ্রাহক সংখ্যা। ভারতের বুকে টিন্ডার, বাম্বলের মতো অ্যাপে বন্ধু ছাড়াও জীবনসঙ্গী খুঁজে বেড়াচ্ছে আজকের প্রজন্ম। ছোট শহর ছাড়াও শহরতলি থেকেও এই ধরনের অ্যাপে নাম নথিভুক্ত করছে বহু মানুষ।   


Gleeden Dating App: বিবাহবহির্ভূত সম্পর্কের অ্যাপে ভারতের কোথা থেকে কতজন ?
গ্লিডেন কর্তৃপক্ষ জানিয়েছে,তাদের অ্য়াপে নতুন নথিভুক্তদের মধ্য়ে রয়েছে ভারতের টায়ার ওয়ান শহরের ৬৬ শতাংশ গ্রাহক। বাকি ৪৪ শতাংশ এসেছে দেশের টায়ার ২ ও টায়ার ৩ শহর থেকে। গ্লিডেন-এর রিপোর্ট বলছে,এই অ্যাপে নথিভুক্ত গ্রাহকদের বেশিরভাগ অবস্থাপন্ন পরিবার থেকে এসেছেন। পুরুষ ছাড়াও প্রচুর মহিলা এই অ্যাপে নিজেদের নাম লিখিয়েছেন। এদের মধ্য়ে বেশিরভাগই ইঞ্জিনিয়ার,ডাক্তার,কনসালটেন্ট,ম্যানেজার ছাড়াও নানা কোম্পানির প্রতিনিধি। সবথেকে বড় বিষয়, এই বিবাহবহির্ভূত সম্পর্কের অ্যাপে নাম নথিভুক্ত করিয়েছেন বহু গৃহবধূ।   


Extramarital Dating App: বদলে যাচ্ছে সম্পর্কের ধারণা ?
গ্লিডেন আদতে একটি ডেটিং অ্যাপ, যা মূলত বিবাহিত ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। এই ধরনের অ্যাপে ভারতীয় ব্যবহারকারীদের সংখ্যা ভেঙে দিচ্ছে প্রচলিত 'মনোগামি'-র ধারণা। এই পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছে, কীভাবে দেশে ঐতিহ্যগত ধ্যানধারণা বদলে যাচ্ছে। ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে ভারতীয় সমাজ। কোম্পানি জানিয়েছে, এর মধ্য়ে অনেকেই সম্মতিপূর্ণ সম্পর্কে যোগ দিচ্ছেন।


Gleeden Dating App: অবাক করা পরিসংখ্যান
গ্লিডেন-এর ভারতের ম্যানেজার সিবিল শিডেল জানিয়েছেন,ভারতের মতো দেশে 'এক বিবাহের রীতি' অনুসরণ করেন বেশিরভাগ মানুষ। এখানে 'মনোগামি' একপ্রকার উপাসনার বিষয়। সেখানে কেবল ২০২২ সালেই কোম্পানি ভারত থেকে নতুন ১৮ শতাংশ ব্যবহারকারী পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে ১.৭ মিলিয়ন থেকে বর্তমান ২ মিলিয়নে পৌঁছেছে ভারতীয় গ্রাহকদের সংখ্যা। 


Extramarital Dating App: কোন বয়সের ব্যবহারকারীর সংখ্যা বেশি ?
এই ডেটিং অ্যাপে ব্যবহারকারীদের বয়সের দিকে তাকালে পুরুষদের সংখ্যা বেশি।  ৩০ ঊর্ধ্ব পুরুষ ও ২৬ বছরের বেশি মহিলারাই এই অ্যাপে অংশ নিয়েছেন। গ্লিডেন কর্তৃপক্ষ জানিয়েছে,এই অ্যাপকে মহিলাদের জন্য অতিরিক্ত নিরাপদ করতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ২০২৩ সালের ব্যবহারকারীর অনুপাত বলছে, এই অ্যাপে এখন ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ মহিলা ব্যবহারকারী রয়েছেন। 


আরও পড়ুন : Auto Expo 2023: মারুতি জিমনি থেকে টাটা হ্যারিয়ার ইভি - রইল অটো এক্সপোর পাঁচ আলোচিত গাড়ি