রিয়াদ: নতুন বছরে ইউরোপ ছেড়ে নতুন ঠিকানা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে এখনও সৌদি আরবের ক্লাবের হয়ে রোনাল্ডোর অভিষেক হয়নি। তবে ১৯ জানুয়ারিই সম্ভবত অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ওই দিনই রোনাল্ডো দলবদলের পর নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন বলেই খবর। তাও আবার যে সে দলের বিরুদ্ধে নয়। রোনাল্ডো সম্ভবত লিওনেল মেসির (Lionel Messi) প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন।
নেতা রোনাল্ডো
আল নাসরে যোগ দেওয়ার পরেই রোনাল্ডো ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আর ইউরোপের কোনও ক্লাবের ফিরবেন না। তাই ক্লাব ফুটবলে রোনাল্ডো-মেসির প্রতিদ্বন্দ্বিতা দেখার আশা সমর্থকরা কার্যত ছেড়েই দিয়েছিলেন। তবে পিএসজির মাঝ মরসুম সফরেই ফের একবার রোনাল্ডো-মেসির একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারেন। রিপোর্ট অনুযায়ী, ১৯ জানুয়ারি সৌদি অল স্টার একাদশের বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচ খেলতে চলেছে পিএসজি। সৌদির অল স্টার দলে আল হিলাল ও আল নাসরেরই বেশিরভাগ খেলোয়াড় রয়েছেন। সেই দলে রয়েছেন রোনাল্ডোও। শোনা যাচ্ছে পর্তুগিজ মহাতারকা এই ম্যাচে অল স্টার দলকে নেতৃত্বও দিতে পারেন।
তবে আল নাসর এই প্রদর্শনী ম্যাচে রোনল্ডোকে খেলার অনুমতি দেয় কি না, সেটাই দেখার বিষয়। ওই ম্যাচের দিন তিনেক পরেই সৌদি আরবের লিগে আল নাসরের ম্যাচ রয়েছে। তাই রোনাল্ডোর নতুন দল তাঁকে চোট আঘাতের হাত থেকে বাঁচাতে প্রদর্শনী ম্যাচে মাঠে নামার অনুমতি না ও দিতে পারে। প্রসঙ্গত, ইংলিশ এফএ রোনাল্ডোকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করার ফলেই এখনও পর্যন্ত তিনি আল নাসরের হয়ে নিজের অভিষেক ঘটাতে পারেননি। তবে তাঁর নির্বাসন শেষ হয়ে গিয়েছে। তাই প্রদর্শনী ম্যাচে মাছে না নামলেও আগামী সপ্তাহে আল নাসরের হয়ে রোনাল্ডোর মাঠে নামা কার্যত নিশ্চিত।
মেসিই সেরা
প্রায় বিগত দুই দশক ধরে বিশ্বফুটবলকে শাসন করেছেন দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। খুব কম রেকর্ডই রয়েছে যা এই দুই ফুটবল তারকার দখলে নেই। মেসি না রোনাল্ডো, কে সেরা সেই নিয়ে দুই তারকার ভক্তদের মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকে। সেই বিবাদ এখনও অব্যাহত। মেসি-রোনাল্ডোর মধ্যে মেসিকেই কিন্তু এগিয়ে রাখছেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থও।
প্রাক্তন ইংল্যান্ড ডিফেন্ডার ওয়েস ব্রাউনের (Wes Brown) মতে মেসির বিশ্বকাপজয় সেরার দৌড়ে তাঁকে রোনাল্ডোর থেকে এগিয়ে দিয়েছে। রোনাল্ডোর প্রাক্তন ইউনাইটেড সতীর্থ সম্প্রতি বলেন, 'আমার মতে মেসি বিশ্বকাপ জেতায় ও খানিকটা এগিয়ে গিয়েছে। রোনাল্ডোও কিন্তু বরাবরই এই ট্রফিটাই জিততে চেয়েছে। আমার মতে মেসির কথা বললে সবসময়ই রোনাল্ডোর প্রসঙ্গ আসবেই। ওরা দুইজনেই নিঃসন্দেহে বিগত ১৫ বছরের সেরা। মেসি এবং রোনাল্ডো কী করছে না করছে, সেইদিকে কিন্তু সবসময়ই সকলের নজর থাকে।'
আরও পড়ুন: বিরাট মূল্য বিক্রি হল মহিলাদের আইপিএলের স্বত্ব, উচ্ছ্বসিত মিতালি, ঝুলনরা