Email Unsubscribe: নিত্যদিন প্রচুর ইমেল আমাদের ইনবক্সে (Mail Inbox) ঢুকতেই থাকে। কোনও না কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন বা নোটিফিকেশন ইমেলে আসতেই থাকে আর তাতেই ভরে যায় ইনবক্স। শেষ হয়ে আসে স্টোরেজ। তাছাড়া দরকারি মেল (Gmail) খুঁজে নিতেও অনেক সমস্যা হয়। কীভাবে মুক্তি পাবেন এই ইমেলের ঝঞ্ঝাট থেকে? একবারে কি সমস্ত মেল আনসাবস্ক্রাইব (Unsubscribe) করে দেওয়া যায়?
আনসাবস্ক্রাইব করবেন কীভাবে?
সম্প্রতি জিমেলের (Gmail) পক্ষ থেকে একটি নতুন আপডেট আনা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। যে ব্যক্তি বা সংস্থার কাছ থেকে আপনি মেল পাচ্ছেন, ইনবক্সে সেই মেলের পাশে একটা বাটনে ক্লিক করলেই নিমেষের মধ্যে সেই সংস্থার থেকে আর কোনও মেল আপনি পাবেন না। ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করার মতই জিমেলও আনসাবস্ক্রাইব (Unsubscribe) করে দেওয়া যায় এভাবেই। তবে এই সুবিধে এখনও পর্যন্ত আইফোন ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হলেও, খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এই সুবিধে পাবেন।
অ্যান্ড্রয়েডে কি আনসাবস্ক্রাইব করা যায় না?
আদপে অ্যান্ড্রয়েডে এই সুবিধে সেভাবেই নেই। জিমেল আনসাবস্ক্রাইব করতে হলে আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপে জিমেল ইনবক্স খুলে তারপর সেখানে কাজ করতে হবে। কীভাবে করবেন আনসাবস্ক্রাইব?
- মেলের ইনবক্সে যে সংস্থার বা ব্যক্তির মেল আপনি আনসাবস্ক্রাইব করতে চাইছেন তার পাশে মাউস পয়েন্টার নিয়ে যান।
- মেলের সাবজেক্টের ডানদিকে আনসাবস্ক্রাইব বাটন ভেসে উঠবে।
- সেই বাটনে ক্লিক করুন। কনফার্ম বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
এভাবেও না হলে?
উপরোক্ত পদ্ধতিতে আনসাবস্ক্রাইব বাটনটি না খুঁজে পেলে, আপনাকে সেক্ষেত্রে মেলগুলি নিজেকে একবার ফরোয়ার্ড করতে হবে। তারপর অনায়াসেই মাউস পয়েন্টার নিয়ে গেলে ঐ বাটন ভেসে উঠবে স্ক্রিনে। আপনি চাইলে অবাঞ্ছিত মেলকে স্প্যাম হিসেবে চিহ্নিত করে দিতে পারেন যাতে তা এরপর থেকে আর ইনবক্সে না ঢুকে স্প্যাম বক্সে ঢোকে।
এতদিন যা ফিচার ছিল সেখানে যদি আপনি মার্কেটিং বা প্রোমোশনাল ইমেল ডিলিট করতে চান, তাহলে একসঙ্গে সব ডিলিট করা যাবে। একবারে একটি পেজের এই জাতীয় ইমেল ডিলিট করা সম্ভব। তাও আবার আলাদা করে প্রতিটি ইমেল সিলেক্ট করার পর। একটা পেজের কাজ শেষ হলে আবার পরবর্তী পেজ থেকে ইমেল ডিলিটের সুযোগ পান ইউজাররা। সেখানেও আবার আলাদা আলাদা করে প্রোমোশনাল কিংবা মার্কেটিংয়ের ইমেল সিলেক্ট করে তা ডিলিট করতে হবে। অনুমান করা হচ্ছে, গুগল এবার ইউজারদের নতুন সুবিধা দিতে চলেছে যার সাহায্যে একটি নির্দিষ্ট ক্যাটেগরিতে থাকা ইমেল একবারে ডিলিট করার সুযোগ পাবেন আপনি।