Vivo X100 Series: ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো এক্স৯০ (Vivo X90 Series) সিরিজের সাকসেসর স্মার্টফোন সিরিজ এটি। ভিভো সংস্থা জানিয়েছে, আগামী ৪ জানুয়ারি ভিভো এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজের আওতায় ভিভো এক্স১০০ (Vivo X100) এবং ভিভো এক্স১০০ প্রো (Vivo X100 Pro) লঞ্চের সম্ভাবনা রয়েছে। চিনে ইতিমধ্যেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হয়েছে। সেখানে ফোনে রয়েছে মিডিয়াটেল ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর। চলতি বছর নভেম্বর মাসে এই স্মার্টফোন সিরিজ চিনে লঞ্চ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গ্লোবাল মার্কেটেও ভিভো এক্স১০০ সিরিজ লঞ্চ হয়ে গিয়েছে ডিসেম্বর মাসে। এবার পালা ভারতের। জানা গিয়েছে, ভিভো এক্স১০০ সিরিজের ফোনের চিন এবং গ্লোবাল মার্কেটে যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে তার মতোই চিপসেট এবং 8T LTPO ডিসপ্লে থাকবে ভারতের মোডেলেও। ভিভো এক্স১০০ সিরিজের ফোনের অন্যতম আকর্ষণ ক্যামেরা ফিচার। ট্রিপল রেয়ার ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে যেখানে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি টাইপ মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। 


ভারতে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোন লঞ্চ হতে পারে Asteroid Black, Startrail Blue, Sunset- এই তিন রঙে। এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর, Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, Funtouch OS 14- এর সাপোর্ট, V3 imaging chip, 8T LTPO ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এক্স১০০ সিরিজের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ। 


ভারতে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনের দাম কত হতে পারে


চিনে ভিভো এক্স১০০ ফোনের দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৬,৫০০ টাকা থেকে। অন্যদিকে ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম চিনে আনুমানিক ৫০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)। ভারতেও ভিভো এক্স১০০ সিরিজের ফোনের দাম এর আশপাশে থাকবে বলে অনুমান, তবে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। হংকং- এ ভিভো এক্স১০০ ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫,২২৪ টাকা। আর ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬৩,৯১৭ টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে ভারতে ভিভো এক্স১০০ সিরিজের ফোনের দাম হংকং- এর ভ্যারিয়েন্টের মতোও হতে পারে। তবে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। 


আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?