নয়াদিল্লি: বছরভর কাজ চলে গুগলের (Google)। কোনও নতুন সফটওয়ারের (Software) তৈরির চেষ্টা যেমন চলে। তেমনই কোনও সফটওয়ার আরও উন্নত করার চেষ্টা চলে। এই বিপুল পরিমাণ কাজ নিয়ে বছরে একদিন কনফারেন্স করে গুগল। সফটওয়ারের জগতে কী কী কাজ হতে চলেছে, নতুন কী সফটওয়ার আনতে চলেছে গুগল, কী নতুন ফিচার আসছে। এই সবকিছু খোলসা করা হয় সেই কনফারেন্সে (Conference)। নতুন কোনও প্রোডাক্ট লঞ্চ নিয়ে যতটা আলোচনা হয়, সফটওয়ার নিয়ে ততটা হয় না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগে এই সফটওয়ার ব্যবহার। এখনও পর্যন্ত নতুন কোন কোন ফিচারের কথা ঘোষণা করা হয়েছে?


অনলাইন পেমেন্টের সুবিধা:
গুগলের মাধ্যমে অনলাইন পেমেন্ট (Online Payment) করে থাকেন বহু ব্যক্তি। সেখানে নিরাপত্তা আরও বাড়ানোর জন্য দশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে সংস্থা, জানিয়েছেন খোদ সুন্দর পিচাই। ভিসা (Visa) এবং মাস্টারকার্ড (MasterCard)-এর সঙ্গে মিলে ভার্চুয়াল কার্ড (Virtual Card) আনার চেষ্টা করছে গুগল। অনলাইন লেনদেনের সময় যাতে গ্রাহকের তথ্য নিরাপদ থাকে, তার জন্য নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেনাকাটার সময় কার্ডের নম্বর ও তথ্য আড়াল করে একটি ভার্চুয়াল নম্বর দেওয়া হয় এই প্রযুক্তিতে।


ম্যাপে আরও সুবিধা:
গুগল সিইও সুন্দর পিচাই জানিয়েছেন এখন থেকে গুগল ম্যাপে ভারতের রাস্তাঘাট নিয়ে আরও বেশি বিশদ তথ্য পাওয়া যাবে। থ্রিডি ম্যাপিং (3D mapping) প্রযুক্তির সাহায্যে নতুন করে মিলবে গুগল ম্যাপের সুবিধা। এই ফিচারের ফলে, ব্যবহারকারীরা কোনও শহর সিলেক্ট করে সেখানকার আবহাওয়ার পূর্বাভাসও (Weather Forecast) দেখতে পারবেন। 


আরও সুবিধা গুগল মিট, গুগল ডকে:
পড়াশোনা থেকে কাজকর্ম, বিভিন্ন ভাবে সাহায্য করে থাকে গুগল মিট (Google Meet)। ক্লাস থেকে অফিস মিটিং, এখন ভরসা করে গুগল মিটের উপরেই। এই সফটওয়ারের অডিও ও ভিডিওর মান আরও উন্নত করা হয়েছে। স্টুডিওর মতো লাইটিং এফেক্ট পাওয়া যাবে গুগল মিটে। উন্নত হয়েছে গুগল ডক (Google Doc)-ও।


অনুবাদে আরও ২৪টি ভাষা:
বিশ্বজুড়ে ব্যবহার হয় গুগলের ট্রান্সলেশন (Google Translate) ফিচার। কাজের জন্য হোক বা কোথাও ঘুরতে গেলে গুগল ট্রান্সলেট এখন অপরিহার্য। এবার আরও ২৪টি ভাষায় অনুবাদের সুবিধা এনেছে গুগল। তার মধ্যে রয়েছে একাধিক ভারতীয় ভাষা। রয়েছে অসমিয়া. কোঙ্কনি, মৈথিলি, মেইতেইলন, মিজো ভাষায় অনুবাদের সুবিধা। তার সঙ্গেই ডোগরি এবং সংস্কৃত ভাষায় অনুবাদের সুবিধাও 


মাল্টিসার্চের সুবিধা:
যেকোনও তথ্য পেতে এখন চোখ বুজে ভরসা করা হয় গুগলের উপর। সংস্থার সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়ারও হয়তো এটাই। আরও বেশি এবং আরও বিশদে তথ্য পাওয়ার জন্য এবার থাকছে মাল্টিসার্চ নিয়ার মি (Multisearch Near Me) ফিচার। জামাকাপড়, ঘরোয়া আসবাবপত্র, রেস্তরাঁ খুঁজতে আরও সাহায্য করবে এই ব্যবস্থা। এই বছরের শেষের দিকেই চলে আসবে এই সুবিধা। 


নয়া ফোন:
একসময় বাজার কাঁপিয়েছে গুগল পিক্সেল ফোন। এবার সেই সিরিজে নতুন ফোন আনতে চলেছে গুগল। বাজারে আসবে Google Pixel 6A. তার সঙ্গেই আসছে Pixel Buds Pro.   


আরও পড়ুন: আরও ফিচার, আরও প্রযুক্তি, আসছে রেঞ্জ রোভার স্পোর্টস