আপনি কি গুগল ম্যাপ ব্যবহার করেন? গাড়ি চালানোর সময় হোক বা অচেনা রাস্তায় হাঁটার সময় গন্তব্য খোঁজার ক্ষেত্রে যদি আপনি গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর এনেছে গুগল কর্তৃপক্ষ। কারণ ভারতেও এবার চালু হয়ে গিয়েছে গুগল ম্যাপের ‘স্ট্রিট ভিউ’ ফিচার। এর সাহায্যে একসঙ্গে অনেক সুবিধা পাবেন ইউজাররা। অজানা অচেনা জায়গাতে গেলেও কোনও সমস্যা নেই। আগে থেকেই জেনে নিতে পারবেন সেই এলাকারা খুঁটিনাটি।


কোথায় চালু হয়েছে


আপাতত ভারতের ১০টি শহরে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার চালু হয়েছে। চলতি বছরের শেষের মধ্যেই ৫০টি শহরে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে গুগল ম্যাপ কর্তৃপক্ষের। এবার দেখা নেওয়া যাক কোন কোন শহরে গুগল ম্যাপের এই নতুন ও আধুনিক ফিচার চালু হয়েছে। বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, দিল্লি, পুণে, নাসিক, হায়দরাবাদ, ভদোদরা, আহমেদনগর এবং অমৃতসর- এই ১০টি শহরে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ পরিষেবা চালু হয়েছে।


কী কী সুবিধা পাওয়া যাবে


যে এলাকায় আপনি রয়েছেন সেখানকার ৩৬০ ডিগ্রি ভিউ পাবেন। অর্থাৎ উল্লিখিত শহরগুলিতে আপনি যদি প্রথমবার যান, তাহলে যে এলাকায় রয়েছেন সেখানকার রাস্তাঘাট, দোকানপাট, রেস্তোরাঁ, কোনও দর্শনীয় স্থান--- সবই আগে থেকে জেনে নিতে পারবেন আপনি। শুধু তাই নয়, ওইসব এলাকার ট্র্যাফিক ব্যবস্থার সঙ্গেও যোগাযোগ করেছে গুগল ম্যাপ কর্তৃপক্ষ। তার ফলে কোনও রাস্তায় যানজট বা কোনও অসুবিধা থাকলে আগাম জানতে পারবেন ইউজাররা।


কারা তৈরি করেছে


মহিন্দ্রা এবং জেনেসিস এই দুই সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল গুগল ম্যাপ কর্তৃপক্ষ। এই তিন সংস্থা একত্রিত হয়েই ভারতে চালু করেছে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ পরিষেবা। এর আগে ২০১৬ সালেও একবার ভারতে গুগল ম্যাপের এই পরিষেবা চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই সময় তা চালু হয়নি। এবার প্রায় ৬ বছর পর ভারতে চালু হল গুগল ম্যাপের স্ট্রিট ভিউ পরিষেবা।


আরও পড়ুন- গুগল প্লে স্টোরের ১০ বছর পার, আসছে নতুন লোগো