Google Play Store: টেক জায়ান্ট গুগলের ‘প্লে স্টোর’ (Google Play Store) দশ বছর পার করে ফেলেছে। আর সেই উপলক্ষ্যেই এবার বদল আসতে চলেছে গুগল প্লে স্টোরের লোগোতে (Play Store Logo)। শোনা গিয়েছে, গুগল প্লে স্টোরের লোগোর আকার-আকৃতিতে সামান্য পরিবর্তন করবে গুগল (Tech Giant Google) কর্তৃপক্ষ। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নেবে লোগোতে থাকা রঙ। খুব উজ্জ্বল না হলেও গুগল তার অন্যান্য সার্ভিস বা পরিষেবার অ্যাপের লোগোর ক্ষেত্রে যে হলুদ, নীল, সবুজ এবং লাল রঙ ব্যবহার করে অনেকটাই তার কাছাকাছিই হতে চলেছে গুগল প্লে স্টোরের নতুন লোগোর রঙ। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর শুরুর দিকে গুগল ক্রোমের লোগোও পরিবর্তন হয়েছিল।
গুগল প্লে- র ভাইস প্রেসিডেন্ট তিয়ান লিম জানিয়েছেন, তাঁরা গুগল প্লে স্টোরের নতুন লোগো লঞ্চ করতে চলেছেন। তাঁদের বিশ্বাস গুগলের ম্যাজিক আরও ভাল ভাবে প্রকাশিত হবে নতুন লোগোর মাধ্যমে। গুগলের অন্যান্য পরিষেবা যেমন- সার্চ, অ্যাসিসট্যান্ট , ফটো, জিমেল এবং আরও অনেক কিছুতে যেভাবে নতুন লোগো এসেছে, তেমনই এবার গুগল প্লে স্টোরের ক্ষেত্রেও নতুন লোগো আসতে চলেছে যার চেহারার পাশাপাশি সামান্য পরিবর্তন হবে রঙের মধ্যেও। ১০ বছর পূর্তি উপলক্ষ্যেই গুগল প্লে স্টোর তাদের নতুন লোগো প্রকাশ্যে আনার কথা জানিয়েছে।
আমাদের দৈনন্দিন জীবনের অনেকটা অংশেই জড়িয়ে রয়েছে গুগল প্লে। নতুন কোনও অ্যাপের সন্ধান করতে হলে অ্যান্ড্রয়েড ইউজারদের গুগলের এই প্লে স্টোর মাধ্যমেই যেতে হয়। অর্থাৎ যাবতীয় প্রয়োজনীয় অ্যাপ এক ছাদের তলায় পেতে হলে গুগল প্লে স্টোরে গিয়েই খুঁজতে হয় ইউজারদের। আর প্রয়োজনীয়.সব অ্যাপ কার্যত এক ক্লিকেই খুঁজে পাওয়া যায় এই প্লে স্টোরে। ইউজারদের সুরক্ষায় মাঝেমধ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করে গুগল কর্তৃপক্ষ। তখন ইউজারদের নিরাপত্তায় আঘাত হানতে পারে এমন অ্যাপগুলি প্লে স্টোর থেকে সটান নিষিদ্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে 'কল' রেকর্ড করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি