Google Pay: গুগল পে- জনপ্রিয় একটি অনলাইন পেমেন্ট অ্যাপ (Online Payment App)। ইউজারদের সুবিধার জন্য এই অ্যাপেই এবার চালু হচ্ছে নতুন সুবিধা। জানা গিয়েছে গুগল পে (Google Pay) অ্যাপের ক্ষেত্রে Unified Payments Interface (UPI) অ্যাক্টিভেশনের জন্য আধার কার্ড ভিত্তিক অথেনটিফিকেশনের সাপোর্ট চালু হবে। এই ফিচারের রোল আউট শুরু হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ গুগল পে অ্যাপের ক্ষেত্রে ইউজাররা তাদের ইউপিআই পিন সেট করতে পারবেন ডেবিট কার্ড ছাড়াই। যেসব ইউজাররা গুগল পে অ্যাপের ক্ষেত্রে আধার নম্বরের মাধ্যমে ইউপিআই রেজিস্টার করতে চাইছেন, তাঁদের একটা বিষয় নিশ্চিত করতে হবে যে, UIDAI এবং ব্যাঙ্কে (যে অ্যাকাউন্ট গুগল পে-তে ব্যবহার হবে) যে আধার নম্বর রয়েছে সেই একই নম্বর দিয়ে তাঁরা গুগল পে অ্যাপেও সাইন-আপ করছেন। একই সঙ্গে গুগল পে কর্তৃপক্ষ এও জানিয়েছে যে ভ্যালিডেশন পদ্ধতির জন্য ইউজারদের আধার নম্বর কোথাও সঞ্চয় করে রাখা হয় না। অর্থাৎ নিরাপদেই থাকে ইউজারদের আধার নম্বর।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, আধার ভিত্তিক এই নতুন সিস্টেম ডিজাইন করা হয়েছে ইউজারদের সাইন-আপ অথেনটিফিকেশনের জন্য। আর এক্ষেত্রে ডেবিট কার্ড ছাড়াই একজন ইউজার ইউপিআই- তে সাইন-আপ করতে পারবে। অথেনটিফিকেশনের কাজ শুরু করার জন্য ইউজারদের আধার নম্বরের প্রথম ছয়টি সংখ্যা প্রদান করতে হবে। এই সংখ্যাগুলি National Payments Corporation of India (NPCI)- এর মাধ্যমে UIDAI- এর কাছে পাঠানো হবে। এরপর ভ্যালিডেশন প্রক্রিয়া শুরু হবে। সব খুঁটিনাটি খতিয়ে দেখা হবে। NPCI- এর ওয়েবসাইট অনুসারে বর্তমানে ২২টি ব্যাঙ্কে আধারের মাধ্যমে এই অথেনটিফিকেশন পদ্ধতি চালু রয়েছে। তবে গুগল সংস্থা জানিয়েছে, খুব তাড়াতাড়ি আরও অনেক ব্যাঙ্কের ক্ষেত্রেই এই নিয়ম চালু হবে। ইউজারদের খালি একটা বিষয় মাথায় রাখতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার নম্বর যেন লিঙ্ক করা থাকে। কারণ এই একই আধার নম্বর দিয়ে গুগল পে অ্যাপে ইউপিই রেজিস্টার করার জন্য সাইন-আপ করতে হবে ইউজারদের।
আধার নম্বরের প্রথম ৬টি ডিজিট দিয়ে সাইন-আপ করার পর ইউজাররা একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড পাবেন তাঁদের ব্যাঙ্ক এবং UIDAI-এর তরফে। অথেনটিফিকেশন সম্পন্ন করার জন্য এই ওটিপি-র প্রয়োজন হবে। এরপর ইউজাররা নিজেদের ইউপিআই পিন সেট করে আর্থিক লেনদেন করতে পারবেন গুগল পে-এর মাধ্যমে। ইউজারদের আধার নম্বর শুধুমাত্র National Payments Corporation of India-র সঙ্গেই শেয়ার করা হয় এবং কোম্পানির দ্বারা কোথাও সংগ্রহ করে রাখা হয় না, এমনটাই জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।
গতমাসে গুগল কর্তৃপক্ষ ইউপিআই পেমেন্ট সাপোর্ট চালু করেছিলেন RuPay কার্ড হোল্ডারদের জন্য। দেশের ৮টি ব্যাঙ্কের মাধ্যমে এই পরিষেবা পাওয়া যাবে। গুগল যে তথ্য শেয়ার করেছে সেখানে দেখা গিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, কোটাক মহিদ্রা ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক রয়েছে। এইসব ব্যাঙ্কের গ্রাহকরা গুগল পে অ্যাপের সঙ্গে RuPay কার্ড লিঙ্ক করতে পারবেন ইউপিআই পেমেন্টের জন্য।
আরও পড়ুন- 'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?