নয়াদিল্লি: প্রত্যাশার পারদ চড়িয়ে হতাশ করল গুগল। ভারতে আসছে না Google Pixel 6 Series। এই বিষয়ে নিশ্চিত করছে কোম্পানি।কেন এই সিদ্ধান্ত তা বিবৃতি দিয়ে জানিয়েছে টেক জায়ান্ট।
অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন আমেরিকায় লঞ্চ হলেও ভারতের বাজারে দেখা যাবে না Google Pixel 6 Series। লঞ্চের পরদিনই বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে গুগল।Gadgets 360-কে এই খবর দিয়েছে গুগলের মুখপাত্র। তিনি জানিয়েছেন , বিশ্বের চাহিদা-জোগানের কথা মাথায় রেখে সব দেশেই এই প্রোডাক্ট এখন পাঠাতে পারবে না কোম্পানি। কেবল কিছু নির্দিষ্ট দেশেই পাঠানো হচ্ছে। ভবিষ্যতে আরও পিক্সেল ডিভাইস বেশিরভাগে দেশে পাঠানোর চেষ্টা করবেন তাঁরা।
তবে এই প্রথমবার নয়। অতীতেও কোম্পানির কোনও ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করা হয়নি ভারতে। এই লঞ্চ না করা ফোনের তালিকায় রয়েছে Pixel 4, Pixel 4XL, Pixel 4a 5G ও Pixel 5। তবে রেগুলার Pixel 4a ফোন গত বছর ভারতীয় বাজারে এনেছে গুগল।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত ভারতে ২০ হাজার বাজেটের মধ্যে চলে ৯০ শতাংশ ফোন। যার মধ্যে ভিড় করে রয়েছে চিনা মোবাইল কোম্পানিগুলি। যেখানে ফিচার ও স্পেকসকেই গুরুত্ব দেয় বেশিরভাগ ক্রেতা। সেখানে Google Pixel 6 সিরিজের দাম বেশি হওয়ায় এই মার্কেটকে ততটা প্রাধান্য দিচ্ছে না গুগল।
Google Pixel 6 -এর দাম ও ডিজাইন- গুগল পিক্সেল ৬-এ রয়েছে একটা ক্যামেরা বার। এতে AOD ডিসপ্লে দিয়েছে কোম্পানি। প্রথম থেকেই স্টক অ্যান্ড্রয়েড ১২-এ চলবে এই ফোন। এছাড়াও থাকছে ৫জি ও ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফোনের দাম রাখা হয়েছে ৫৯৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,৯০০টাকা)।
Google Pixel 6 Pro- গুগলের এই ফ্ল্যাগশিপ মডেলের দাম রাখা হয়েছে 899 ডলার(ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৬৭,৫০০ টাকা)। মঙ্গলবার থেকেই পিক্সেল ৬ সিরিজের প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে।
Google Pixel 6 ও Pixel 6 Pro-এর ক্যামেরা ও ডিসপ্লে- সাদা , কালো ও হালকা সোনালি রঙের ফোন এনেছে কোম্পানি। এই তিন রং কেবল প্রো মডেলে পাওয়া যাবে। Google Pixel 6-এ রয়েছে কালো, লাল ও নীল অপশন। পিক্সেল ৬-এ রয়েছে ৬.৪ ইঞ্চির OLED ডিসপ্লে। তবে প্রো মডেলে ৬.৭ ইঞ্চির LTPO ডিসপ্লে দিয়েছে গুগল। ১০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত ওঠানামা করবে ফোনের রিফ্রেস রেট।
আরও পড়ুন : Apple MacBook Pro Launch:নতুন ডিজাইনে ম্যাকবুক প্রো আনল অ্যাপল, জেনে নিন দাম
আরও পড়ুন : Apple AirPods (3rd Generation) এল প্রকাশ্যে, কত দামে পাবেন ভারতে ?
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?