Google Pixel 7 Series: টেক সাইটগুলির খবর সত্যি হলে, চলতি বছরের শেষেই বাজারে আসতে চলেছে Google Pixel 7 Series স্মার্টফোন। যেখানে গুগলের ফ্ল্যাগশিপ পিক্সেল 7 ও পিক্সেল 7 প্রো প্রকাশ্যে আনবে কোম্পানি। তার আগেই জেনে নিন কী থাকছে ফোনে।
Google Pixel 7 Series: ডিসপ্লেতে অনন্য ফিচার
নতুন এই ফ্ল্যাগশিপ ফোনে পিক্সেল 6 ও পিক্সেল 6 প্রো এর মতো ডিসপ্লে দেওয়া হয়েছে। গত বছরই এই ফোন বাজারে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই মাসের গোড়ার দিকে গুগল I/O ডেভেলপার সম্মেলনে তার পরবর্তী জেনারেশনের হ্যান্ডসেটগুলি প্রকাশ করেছিল। শোনা যাচ্ছে, টেন্সর এসওসি চিপে চলবে এই ফোন। অ্যান্ড্রয়েড 13 থাকবে এই ফোনে।
Google Pixel 7 Series: কী কোড নেমে আসছে ফোন ?
টেক সাইটগুলির রিপোর্ট বলছে, পিক্সেল 7 ও পিক্সেল 7 প্রো যথাক্রমে পিক্সেল 6 ও পিক্সেল 6 প্রো হিসাবে একই স্যামসাং ডিসপ্লেতে দেখতে পাওয়া যাবে। পিক্সেল ৭ এর কোডনেম C10 ট্যাগ করা হয়েছে, আর পিক্সেল Pro প্রো -এর ড্রাইভার কোডের -নাম প্যান্থার কে P10 ট্যাগ করা হয়েছে।
Google Pixel 7 Series: গুগল পিক্সেল 7 এর স্পেসিফিকেশন
পিক্সেল 6-এর মতো, আসন্ন পিক্সেল 7-এ 90Hz রিফ্রেশ রেট সহ একটি ফুল-এইচডি প্লাস (1,080x2,400 পিক্সেল) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। কারণ স্যামসাংয়ের S6E3FC3 প্যানেলের ব্যবহার থাকা মানেই এই ডিসপ্লে থাকবে ফোনে। ডিসপ্লেটি পিক্সেল 6 এর থেকে কিছুটা ছোট বলে মনে করা হচ্ছে। যা উচ্চতা ও প্রস্থে যথাক্রমে 2 এমএম ও 1 এমএম ছোট। এদিকে, পিক্সেল 7 প্রো একই কিউএইচডি প্লাস (1,440x3,120) পিক্সেল ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে আসবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : Smartphone Tips: কীভাবে বুঝবেন আপনার ফোনে ভাইরাস আছে ? জেনে নিন উপায়
Google Pixel 7 Series: গুগল পিক্সেল 7 প্রো-তে কী বিশেষ ফিচার ?
পিক্সেল 7 প্রো ডিসপ্লেতেও হাই এন্ড ড্রাইভার দেওয়া হয়েছে। যা বলে দেয় এতে উন্নত মানের ডিসপ্লে পাবেন ক্রেতারা। সাম্প্রতিক সময়ের
অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। গুগল এখনও আনুষ্ঠানিকভাবে পিক্সেল 7 ও পিক্সেল 7 প্রো এর সম্পূর্ণ বিবরণ প্রকাশ
করেনি। তবে অনলাইনে এর কিছু গোপন ছবি প্রকাশ্যে এসেছে।