Google Pixel 7 Series: গুগল পিক্সেল ৭ সিরিজ (Google Pixel 7 Series) অবশেষে লঞ্চ হয়েছে। এই সিরিজে গুগল পিক্সেল ৭ (Google Pixel 7) এবং গুগল পিক্সেল ৭ প্রো (Google Pixel 7 Pro) লঞ্চ হয়েছে। গুগল পিক্সলে ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে এই দুই ফোন। গুগল পিক্সেল ৭ সিরিজের এই দুই ফোনের সঙ্গে গুগল পিক্সেল ওয়াচ- ও লঞ্চ হয়েছে। এই প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করেছে গুগল কর্তৃপক্ষ। গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে রয়েছে সংস্থার নিজস্ব টেনসর জি২ চিপসেট। গুগল পিক্সেল ৬ সিরিজের তুলনায় ভাল মানের ক্যামেরা ফিচার রয়েছে গুগল পিক্সেল ৭ সিরিজের ফোনে। তবে ডিজাইনের ক্ষেত্রে গুগল পিক্সেল ৬ সিরিজের সঙ্গে মিল রয়েছে গুগল পিক্সেল ৭ সিরিজের।  


গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো- এই দুই ফোনের দাম


গুগল পিক্সেল ৭ ফোনের দাম $599- ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ হাজার টাকা। ৮ জিবি ভ্যারিয়েন্টের দাম এটা ধার্য করা হয়েছে। অন্যদিকে গুগল পিক্সেল ৭ প্রো ফোনের দাম $899- ভারতীয় মুদ্রায় প্রায় ৭২ হাজার টাকা। গুগল পিক্সেল ৭ সিরিজের এই দুই ফোনের বিক্রি শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ভারতে গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সমেত। এই দুই কনফিগারেশনের মডেলের দাম যথাক্রমে ৫৯,৯৯৯ টাকা এবং ৮৪,৯৯৯ টাকা। এই দামের উপর থাকতে চলেছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং ছাড়। তার ফলে দাম আরও খানিকটা কমবে। ১৩ অক্টোবর থেকে গুগল পিক্সেল ৭ সিরিজের বিক্রি শুরু হবে।


গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোনের স্পেসিফিকেশন


গুগল পিক্সেল ৭ ফোনে রয়েছে একটি ৬.৩ ইঞ্চির OLED ডিসপ্লে। সেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনে রয়েছে গুগলের টেনসর জি২ চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে। তার সঙ্গে ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ১১ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেলফি স্ন্যাপার। গুগল পিক্সেল ৭ ফোনে রয়েছে ৪২৭০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার।


গুগল পিক্সেল ৭ প্রো ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির LTPO ডিসপ্লে। এই স্ক্রিনে রয়েছে QHD+ রেজোলিউশন। আর রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনেও রয়েছে গুগলের টেনসর জি২ চিপসেট এবং তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি র‍্যাম। গুগল পিক্সেল ৭ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনেও রয়েছে একটি ১১ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়্যারলেস চার্জিং অপশনও রয়েছে এই ফোনে।


আরও পড়ুন- এই 'গার্লফ্রেন্ড' থাকলে মিনিটে খালি হবে অ্যাকাউন্ট, মোবাইলের জন্য খুবই বিপজ্জনক