Google Pixel 8a Phone: ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোনের সাকসেসর মডেল গুগল পিক্সলে ৮এ ফোন (Google Pixel 8a)। এই ফোনে রয়েছে গুগলের নিজস্ব টেনসর জি৩ (Tensor G3 Chipset) চিপসেট। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Features) যুক্ত একাধিক ফিচার। ভারতে গুগল পিক্সেল ৮এ ফোন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। এই দুই মডেলে থাকবে ৮ জিবি র্যাম। Aloe, Bay, Obsidian, Porcelain- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৮এ ফোন। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েবসাইটে গুগল পিক্সলে ৮এ ফোনের জন্য প্রি-অর্ডার শুরু হয়েছে। আর ফোনের বিক্রি শুরু হবে ১৪ মে সকাল ৬টা ৩০মিনিট থেকে। গুগল সংস্থা তাদের পিক্সেল ৮এ ফোনের জন্য ৪০০০ টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে। এছাড়াও থাকছে ১২ মাসের নো-কস্ট ইএমআই অপশন। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডেই এই দুই অফার পাওয়া যাবে। যাঁরা গুগল পিক্সেল ৮এ ফোনের জন্য প্রি-অর্ডার করবেন তাঁরা ফোনের সঙ্গে গুগল পিক্সেল বাডস এ সিরিজ কিনতে পারবেন ৯৯৯ টাকায়।
ভারতে গুগল পিক্সেল ৮এ ফোনের দাম কত
গুগল পিক্সেল ৮এ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৫২,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা।
গুগল পিক্সলে ৮এ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ফোনের স্ক্রিন তৈরি হয়েছে কাচ দিয়ে। ফোনের রেয়ার প্যানেল তৈরি হয়েছে পলিকার্বোনেট দিয়ে। আর রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোনের সঙ্গে গুগল পিক্সেল ৮এ ফোনের ডিজাইনের অনেক মিল রয়েছে।
- ৬.১ ইঞ্চির একটি Super Actua ডিসপ্লে রয়েছে গুগল পিক্সেল ৮এ ফোনে। এটি একটি OLED প্যানেল এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন শিল্ড।
- গুগল পিক্সেল ৮এ ফোনে টাইটাম এম২ সিকিউরিটি কোপ্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে এআই ইমেজ এডিটিং (ম্যাজিক এডিটর), অডিও ম্যাজিক ইরেজার, বেস্ট এবং আরও অনেক ফিচার যা এআই যুক্ত।
- গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৪৪৯২ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবন ফেস আনলক ফিচার। একটি ফিজিক্যাল সিম এবং একটি ই-সিম রয়েছে।
- ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট, জিপিএস নেভিগেশন সিস্টেম- এইসব কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে।
- গুগল পিক্সেল ৮এ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ সাপোর্ট রয়েছে গুগল পিক্সেল ৮এ ফোনে।
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।