নয়াদিল্লি: আপনি কি ইউটিউব ক্রিয়েটর? নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে? এবং ইউটিউবে ভিডিও আপলোড করে মাসের শেষে মোটা টাকা উপার্জন করেন? তাহলে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে। কারণ, আমেরিকার বাইরে যাঁরা ইউটিউব ক্রিয়েটর, তাঁদের থেকে এবার কর নেওয়ার পথে হাঁটতে চলেছে ইউটিউব। এবং সব কিছু ঠিকঠাক চললে, আগামী জুন থেকেই এই কর আদায় শুরু করে দেওয়া হবে।


ভারতের ইউটিউব ক্রিয়েটর থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘আমেরিকার বাইরে, যেমন ভারতে আপনি যদি ইউটিউবের মনিটাইজিং ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে চলতি বছরের পরের দিক থেকে কিছু করজনিত পরিবর্তন আসতে চলেছে। তাতে ইউটিউব থেকে আপনার বার্ষিক আয় কমতে পারে।’


জানা গিয়েছে, ইউটিউব ক্রিয়েটররা মার্কিন মুলুকের দর্শকদের থেকে যে আয় করে থাকেন, তার ওপরও বসবে ট্যাক্স। তবে আমেরিকায় যাঁরা বাস করেন, তাঁদের ওপর এই কর ধার্য হবে না। এ ব্যাপারে গুগলের মালিকানাধীন ইউটিউব ক্রিয়েটরদের তাঁদের কর সংক্রান্ত সমস্ত তথ্য অ্যাডসেন্সে জমা দিতে বলা হয়েছে।


ইউটিউবের তরফে এ বিষয়ে মেল পাঠানো শুরু হয়ে গিয়েছে। জুন মাস থেকে নয়া এই নিয়ম চালু হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবাররা ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের ক্ষেত্রেও নতুন এই নিয়ম চালু হতে চলেছে। ইউটিউবের মূল সংস্থা গুগল মার্কিন যুক্তরাষ্ট্রে আভ্যন্তরীণ কর ব্যবস্থার ৩ নম্বর ধারা অনুযায়ী এই নিয়ম চালু করবে বলে জানা গিয়েছে। মার্কিন দর্শকদের কাছ থেকে যেসব ইউটিউবার ভিউ পান, তাঁদের থেকেও এবার কর নেওয়া হবে।


৩১ মে-র মধ্যে করের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। কীরকম হবে করের পরিমাণ? সূত্রের খবর, ১৫ শতাংশ কাটা হতে পারে কর হিসাবে। প্রসঙ্গত, ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে হলে ১ হাজার সাবস্ক্রাইবার ও বছরে ৪ হাজার ঘণ্টার বেশি দেখা ভিউয়ার্স থাকা প্রয়োজন।