Tech News: ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার সঙ্গে কোনওভাবেই হস্তক্ষেপ করা চলবে না। এক্ষেত্রে আরও বড় পদক্ষেপ করেছে ভারত সরকার। গুগলকে প্লে স্টোর (Google Play Store) থেকে একটি চিনা অ্যাপকে সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। 'অ্যাবলো' (Ablo) নামের এই ভিডিয়ো চ্যাটিং অ্যাপকে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলার কড়া বার্তা দেওয়া হয়। আন্তর্জাতিক স্তরের ভিডিয়ো চ্যাটিং প্ল্যাটফর্ম অ্যাবলোকে ঘিরে এখন বিতর্ক তুঙ্গে।
ঘটনা কী
আদপে এই চিনা অ্যাপ 'অ্যাবলো'-তে ভারতের মানচিত্র ভুলভাবে দেখানো হয়েছে। এই অ্যাপে দেখানো হয়েছে ভারতের মানচিত্রে জম্মু-কাশ্মীর এবং লাদাখকে দেশ থেকে পৃথক করা হয়েছে এবং মানচিত্র থেকে লাক্ষাদ্বীপকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। এই ত্রুটিকে কোনও ছোটখাটো কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচ হিসেবে দেখা হচ্ছে না, বরং একে ভারতের অখণ্ডতার উপরে সরাসরি আক্রমণের ইঙ্গিত হিসেবেই বিবেচনা করে দেখা হচ্ছে।
এই অ্যাপে দেখানো মানচিত্র ভারতীয় আইনের পরিপন্থী
ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) এবং সার্ভে অফ ইন্ডিয়ার সহযোগিতায় সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করে দেখা হচ্ছে। আর এই বিবেচনায় দেখা গিয়েছে যে এই অ্যাপে দেখানো মানচিত্র ভারতীয় আইনের পরিপন্থী। এর পরেই ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে গুগলকে এই অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে, অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ইতিমধ্যেই এই অ্যাপটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার গুগলের পালা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পুরোপুরি এই অ্যাপ ব্লক করে দেওয়া হবে এবার।
চিনের এক সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত হয় এই অ্যাপ
এই অ্যাপ তৈরি করেছে বেলজিয়ামের একটি সংস্থা ম্যাসিভ মিডিয়া, তবে এই অ্যাপ চিনা প্রযুক্তি কোম্পানি ম্যাচ গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত। এই সংস্থা টিন্ডার এবং ওকেকিউপিডের মত অ্যাপও পরিচালনা করে। অ্যাবলো অ্যাপের বিশেষত্ব এই যে এতে রিয়েল টাইম ট্রান্সলেশনের সুবিধে রয়েছে, এর মাধ্যমে দেশের বিভিন্ন মানুষ যারা একে অপরের ভাষা জানেন না, তারাও সহজেই কথা বলতে পারবেন। কিন্তু এর পিছনে একটি গোপন লক্ষ্য ছিল সংস্থার যা এখন ধারণা করা যাচ্ছে। ভারতে এই অ্যাপটি মাত্র ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে। কিন্তু ব্যবহারকারী রয়েছে লক্ষ লক্ষ। ফলে এই অ্যাপে ভারতের অখণ্ডতা নিয়ে কোনো আপস মেনে নেবে না কেন্দ্র।
ভারত সরকার ১৯৯০ সালের ফৌজদারি আইন এবং ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের উল্লেখ করে জানিয়েছে যে ভুল মানচিত্র প্রদর্শন আইনত অপরাধ। এর আগেও ওয়ার্ল্ড ম্যাপ কুইজ এবং এমএ ২ সিমুলেটরের মত অ্যাপ ভারতের মানচিত্র ভুলভাবে দেখানোর জন্য নোটিশ পেয়েছিল। আর এর মাধ্যমে ভারত সরকার স্পষ্ট বার্তা দিতে চায় যে ডিজিটাল বিশ্বে ভারতের সীমান্তের সঙ্গে কোনও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।