Mark Zuckerberg: প্রথম দফায় ১১ হাজার। দ্বিতীয় দফায় ১০ হাজার। মেটা'র কর্মী ছাঁটাইয়ের (meta Layoffs) পরিসংখ্যান রীতিমতো আতঙ্ক ধরাচ্ছে। গতবছর অর্থাৎ ২০২২ সালেই ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা (Meta) কর্তৃপক্ষ। সেই সময়েই আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। সেই ভাবনাই সত্যি হয়েছে। চলতি বছর ফের ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। ইমেলের মাধ্যমে কর্মীদের ছাঁটাইয়ের নোটিস পাঠানো হয়েছে। সম্প্রতি আবার কর্মীদের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেটা'র সিইও মার্ক জুকেরবার্গ। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন রিমোট ওয়ার্কারদের তুলনায় যাঁরা অফিসে বসে কাজ করেন, তাঁরা অনেক বেশি দক্ষ। এখানে রিমোট ওয়ার্কার বলতে মূলত যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করেন তাঁদের কথাই বলা হয়েছে। মার্ক জুকেরবার্গের মতে যাঁরা অফিসে বসে কাজ করেন সেই কর্মীদের তুলনায় যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাঁরা কম দক্ষ।
অন্যদিকে কর্মী ছাঁটাইয়ের মধ্যেই মেটা প্রধানের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন ছাঁটাই হওয়া এক কর্মী। মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে মেটা সংস্থা থেকে। এবার সেই মহিলাই মার্ক জুকেরবার্গের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, 'উনি কি একটুও কম বেতন নিয়েছেন?'। ছাঁটাই হওয়া মেটা কর্মীর এই প্রশ্ন নিয়ে শুরু হয়েছে শোরগোল। অ্যান্ডি অ্যালেন নামের ওই মহিলা সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েই তাঁকে ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষ। সিনিয়ার টেকনিক্যাল রিক্রুটার পদে মেটা সংস্থায় নিযুক্ত ছিলেন অ্যান্ডি। স্বভাবতই এ ভাবে ছাঁটাই হওয়ায় ক্ষুব্ধ এই মহিলা কর্মীর। এমনিতেও মেটা সংস্থায় এভাবে ব্যাপক হারে কর্মী ছাঁটাই নিয়ে তোলপাড় হচ্ছে গোটা দুনিয়া। অনেকেই মার্ক জুকেরবার্গের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সেই দলেই নাম জুড়ল এই মহিলা কর্মীর।
দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই প্রসঙ্গেও ইতিমধ্যেই মুখ খুলেছেন মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ। তিনি জানিয়েছেন, নতুন করে ১০ হাজার কর্মীর চাকরি ছাঁটাইয়ের পাশাপাশি এখনও পর্যন্ত নিয়োগ হয়নি এমন ৫ হাজার পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ মেটা সংস্থায় কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি নতুন নিয়োগের ক্ষেত্রেও কোপ পড়তে চলেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলির উপর গভীর সঙ্কটের কারণেই মেটা'তে ছাঁটাই থামছে না। তার ওপরে চিন্তা বাড়িয়েছে মেটার খারাপ ফলাফল। রিপোর্ট বলছে, মেটার বিজ্ঞাপন বাবদ আয়ও কমেছে। এর আগে ২০২২ সালের নভেম্বরে মেটা ১১ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করেছিল। ২০০৪ সালে ফেসবুকের প্রতিষ্ঠার ১৮ বছরের ইতিহাসে যা প্রথম। এর আগে এত বড় ছাঁটাই হয়নি কোম্পানিতে।
আরও পড়ুন- ভারতে হাজির নতুন বাজেট ফোন Itel P40, একবার চার্জ দিলে টানা ১৫ দিন চলবে ব্যাটারি