Mobile Phones: নতুন ফোন নেওয়ার কথা ভাবলে আর কিছুদিন অপেক্ষা করতে পারেন। শীঘ্রই বাজারে আসতে চলেছে  OnePlus, Samsung, Realme, Xiaomi কোম্পানির অত্যাধুনিক স্পার্টফোন। জেনে নিন, নতুন কী ফোন আসছ বাজারে।


Samsung Galaxy S23 সিরিজ
স্যামসাং শীঘ্রই Galaxy-S সিরিজের পরিবর্তে Galaxy S23 সিরিজ লঞ্চ করতে পারে। স্যামসাংয়ের এই নতুন সিরিজটি ২০২৩ সালের শুরুতে দেখা যাবে। রিপোর্ট বলছে, এটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন, ২ চিপসেট সহ বাজারে আসতে পারে।


OnePlus 11 (ওয়ানপ্লাস)
রিপোর্ট বলছে, OnePlus-এর আসন্ন নতুন সিরিজ OnePlus 11-এ প্রো ভেরিয়েন্ট আর রিলিজ করা হবে না। তার পরিবর্তে OnePlus 11 স্মার্টফোন এই সিরিজের শেষ ফোন হতে পারে। নতুন মোবাইলটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ও ২ চিপ সহ দেখা যাবে।


Xiaomi 13 সিরিজ
Xiaomi 13 সিরিজও শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে। এই সিরিজের বড় ক্যামেরা সেন্সরের সঙ্গে Snapdragon ৮ জেনারেশন ও ২টি চিপসেট দেখা যাবে।


Redmi K60 গেমিং
এর আগের মোবাইল সিরিজ K30 ও  K40 এর মোবাইলগুলির মতো Redmi স্মার্টফোনটিও দুর্দান্ত পারফরম্যান্স দেয়। এই স্মার্টফোন অনেকটাই সাশ্রয়ী হতে পারে। Redmi K60 মোবাইলে Snapdragon ৮ জেনারেশন ও ২ চিপসেট দেখা যাবে।


Realme GT4 (Realme GT 4)
Realme ভারতে GT2 লঞ্চ করেছে। তারপরে এই স্মার্টফোনটি এর পারফরম্যান্স, সেরা গুণমান ও ডিজাইনের ক্ষেত্রে দারণ জনপ্রিয়তা পেয়েছে। এখন রিয়েলমি GT সিরিজের ৩ নম্বর ছাড়া GT 4 সিরিজ চালু করতে যাচ্ছে। এই ফোনটি স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ও 2 চিপসেটের সঙ্গে দেওয়া হতে পারে।


Vivo X90 Pro (Vivo X90 Pro)
ভিভোর প্রায় সব সিরিজই ভারতে সফল হয়েছে। এখন Vivo X90 তার পরবর্তী সিরিজ আনতে চলেছে ভারতে। এই নতুন সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ও ২ চিপসেট দেওয়া যেতে পারে। এছাড়াও, আরও ভাল মানের ফটো ও ভিডিওর জন্য এই ফোনে একটি পৃথক চিপ ব্যবহার করা যেতে পারে।


আরও পড়ুন: ৫জি-র পর এবার ৬জি, পাবেন ১০ লাখ গিগাবাইট গতি !