HMD's First Smartphones: এইচএমডি গ্লোবাল (HMD Global) - ফিনল্যান্ডের এই সংস্থাই আগে তৈরি করতে নোকিয়ার ফোন (Nokia Phone)। তবে এবার দেশে এইচএমডি (HMD's First Smartphone) সংস্থা লঞ্চ করবে তাদের নিজস্ব ব্র্যান্ডের ফোন, নিজ নামে। শোনা গিয়েছে, দ্রুত ভারতে লঞ্চ হতে পারে এইচএমডি সংস্থার দু'টি ফোন--- এইচএমডি ক্রেস্ট (HMD Crest) এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স (HMD Crest Max)। এইচএমডি সংস্থা আগামী ২৫ জুলাই একটি ইভেন্ট করতে চলেছে। সেখানেই এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স - এই দুই ফোন লঞ্চ হবে। এই প্রথম ভারতে এইচএমডি সংস্থা তাদের নিজের নামে ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। দেশে লঞ্চের পর ই-কমার্স সংস্থা থেকে এই দুই ফোন অনলাইনে কেনা যাবে। 


ভারতে এইচএমডি সংস্থার প্রথম ফোনের নাম কী হবে তা ঠিক করার দায়িত্ব ইউজারদেরই দিয়েছিল কর্তৃপক্ষ। এক্স মাধ্যমে এই নিয়ে হয়েছিল এক প্রতিযোগিতাও। এরপর প্রথমে শোনা গিয়েছিল এইচএমডি সংস্থা 'অ্যারো' নামে তাদের প্রথম ফোন ভারতে লঞ্চ করবে। তবে পরবর্তীতে সেই নাম বাতিল করা হয়। সূত্রের খবর, আইনি জটিলতার কারণে বদলানো হয়েছে এই নাম। তবে নির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি। এবার শোনা গিয়েছে, ভারতে একসঙ্গে দুটো ফোন 'এইচএমডি' নাম নিয়ে লঞ্চ হবে- এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স। 


এইচএমডি সংস্থার এই দুই ফোনে কী কী ফিচার থাকবে, দাম কত হবে, ফোন দু'টি দেখতে কেমন হবে- কোনও তথ্যই এখন প্রকাশ্যে আসেনি। তবে অনুমান, আনুষ্ঠানিক ভাবে লঞ্চের সময় নিশ্চয় এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স এই দুই ফোনের যাবতীয় খুঁটিনাটি তথ্য গ্রাহকদের সামনে আনবে সংস্থা। এইচএমডি সংস্থার ক্রেস্ট সিরিজের ফোনের ব্যাক বা রেয়ার প্যানেলে থাকবে একটি চকচকে ভাব। হয়তো তৈরি হবে কাচ দিয়ে। অ্যামাজন ওয়েবসাইট থেকে তেমনটাই অনুমান করা গিয়েছে। ফোনে সামান্য কোনও সমস্যা দেখা দিয়ে তা ইউজার যাতে নিজেই সারিয়ে নিতে পারেন সেই জন্য কিছু ফিচার ফোনেই থাকবে। ভারতে তৈরি হবে এইচএমডির এই ফোন। শোনা যাচ্ছে, এইচএমডি ক্রেস্ট এবং এইচএমডি ক্রেস্ট ম্যাক্স- এই দুই ফোনের মধ্যে দ্বিতীয় মডেলে ৫জি সাপোর্ট থাকবে। 


আরও পড়ুন- ভিভো ভি৪০ সিরিজ ভারতে কবে লঞ্চ হতে পারে? কেমন হতে পারে ব্যাটারি সাপোর্ট? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।