Laptops: ভারতে নিজেদের ল্যাপটপের সিরিজে নতুন মডেল লঞ্চ করেছে Honor সংস্থা। দেশে লঞ্চ হয়েছে Honor- এর MagicBook সিরিজ। এবার লঞ্চ হয়েছে Honor MagicBook X14 (2023) এবং Honor MagicBook X16 (2023)- এই দুই ল্যাপটপের মডেল। এই দুই ল্যাপটপে আগের মডেলের তুলনায় আধুনিক ও উন্নত ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে। Honor- এর MagicBook সিরিজের এই দুই ল্যাপটপে রয়েছে 12th Generation Intel Processors. এর পাশাপাশি দুটো ল্যাপটপেই রয়েছে দুটি আলাদা স্টোরেজ কনফিগারেশন। এছাড়াও দুই ল্যাপটপেই রয়েছে একই ধরনের ব্যাটারি ইউনিট। খুব সূক্ষ্ম ফারাক রয়েছে এই দুই ল্যাপটপের ডিসপ্লে প্যানেলের আকার-আয়তন অর্থাৎ সাইজে। 


ভারতে Honor MagicBook X14 (2023) এবং Honor MagicBook X16 (2023)- এই দুই ল্যাপটপের দাম


Honor MagicBook X14 (2023) ল্যাপটপের ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৪৮,৯৯০ টাকা। এর পাশাপাশি ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫১,৯৯০ টাকা। অন্যদিকে Honor MagicBook X16 (2023) ল্যাপটপের ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫০,৯৯০ টাকা। এছাড়াও ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৩,৯৯০ টাকা। Honor সংস্থার ম্যাজিকবুক সিরিজের এই দুই ল্যাপটপ কেনাযাবে অ্যামাজন থেকে। ব্যাঙ্ক অফারের পাশাপাশি থাকছে ২৫০০ টাকা ছাড়। 


Honor MagicBook X14 (2023) এবং Honor MagicBook X16 (2023)- এই দুই ল্যাপটপের বিভিন্ন স্পেসিফিকেশন ও ফিচার


ডিসপ্লে প্যানেল- Honor MagicBook X14 (2023) মডেলে রয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত আইপিএস স্ক্রিন। অন্যদিকে Honor MagicBook X16 (2023) ল্যাপটপে রয়েছে ১৬ ইঞ্চির ফুল এইচডি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। 


প্রসেসর ও স্টোরেজ- ইন্টেলের12th gen Core i5-12450H প্রসেসর রয়েছে এই দুই ল্যাপটপে। তার সঙ্গে যুক্ত রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। MagicBook X14 ল্যাপটপের ওজন ১.৪৩ কিলোগ্রাম। অন্যদিকে MagicBook X16 ল্যাপটপের ওজন ১.৭৫ কিলোগ্রাম। 


ব্যাটারি- Honor সংস্থার নতুন ২০২৩ ম্যাজিকবুক সিরিজের ল্যাপটপে রয়েছে 60Whr ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ৬৫ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার সাপোর্ট। এই দুই ল্যাপটপে রয়েছে একটি ওয়েবক্যাম, দুটো ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি HDMI এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট। নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও। এই দুই ল্যাপটপে রয়েছে অ্যালুমিনিয়াম মেটাল বডি এবং ব্যাকলিট কিবোর্ড। 


আরও পড়ুন- অবশেষে প্রকাশ্যে Moto Razr Series, নতুন ধরনের আউটার ডিসপ্লে থাকার সম্ভাবনা