Honor Smartphones: নতুন বছর একাধিক সংস্থা ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এবছর অর্থাৎ ২০২৪ সালের শুরুর দিকে ইতিমধ্যেই বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে। চলতি বছরের প্রথম অর্ধে বেশ কিছু নতুন স্মার্টফোন ভারতের স্মার্টফোনের বাজার কাঁপাতে আসছে। এই তালিকায় রয়েছে Honor সংস্থাও। জানা গিয়েছে, এবার ভারতে লঞ্চ হতে চলেছে Honor X9b- এই ফোনটি। Honor সংস্থার তরফে এখনও এই ফোনটি লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ প্রকাশ করা হয়নি। তবে ইতিমধ্যেই Honor X9b ফোনটি লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ ফাঁস হয়েছে। এছাড়াও এই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে তারও আভাস পাওয়া গিয়েছে। শোনা যাচ্ছে, Honor X9b ফোনটি হয়তো ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি এখনও। টিপস্টার পারস গগলানি জানিয়েছেন, Honor X9b ফোন ৮ কিংবা ৯ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে পারে। 


এবার জেনে নেওয়া যাক Honor X9b ফোন সম্পর্কিত সম্ভাব্য কিছু তথ্য



  • শোনা যাচ্ছে, ভারতে Honor X9b ফোনের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে।

  • এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

  • ১০৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে Honor X9b ফোনে।

  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকার সম্ভাবনা রয়েছে।

  • এছাড়াও Honor X9b ফোনে থাকতে পারে ৫৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

  • Honor X9b ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MagicOS 7.2- এর সাপোর্ট থাকতে পারে। 

  • প্রসেসরের সঙ্গে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। 


সংযুক্ত আরব আমিরশাহীতে এই ফোন লঞ্চ হয়েছে। অনুমান সেই ভ্যারিয়েন্টের সঙ্গে ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে ভারতীয় মডেলেরও মিল থাকতে পারে। তবে এই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীতে Honor X9b এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে। এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহীতে লঞ্চ হওয়া ফোনের ট্রিপল রেয়রা ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।


আরও পড়ুন- ভারতে রিয়েলমি ১২ সিরিজের দুটো নতুন ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, রইল সম্ভাব্য ফিচার