WhatsApp Cashback: এতদিন ছিল ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। পেমেন্ট অ্যাপের প্রতিযোগিতায় নামতেই এবার বড় উদ্যোগ নিল হোয়াটসঅ্যাপ। পেমেন্ট অ্যাপের গ্রাহক বাড়াতে ১০৫ টাকা ক্যাশব্যাকের অফার দিচ্ছে কোম্পানি। জেনে নিন, কীভাবে নিতে পারবেন এই সুবিধা।


WhatsApp Payment: কী ছাড়পত্র পেয়েছে এই অ্যাপ ?
এমনিতেই দেশের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ব্যবহারকারীর সংখ্যায় ওপরের সারিতে রয়েছে হোয়াটসঅ্যাপের নাম। তবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে নাম করলেও সেভাবে পেমেন্ট অ্যাপ হিসাবে এখনও নিজের ভিত মজবুত করতে পারেনি কোম্পানি। ২০২০ সালে প্রথম এই অ্যাপকে পেমেন্ট উইনডো হিসাব ১০ কোটি ইউজার বাড়ানোর অনুমতি দেয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।


WhatsApp Cashback: আরও বেশি গ্রাহক চাইছে কোম্পানি
বর্তমান বাজারের দিকে তাকালে দেখা যাবে, অনেক অনলাইন পেমেন্ট কোম্পানিই তাদের ব্যবহারকারীদের ধরে রাখতে ক্যাশব্যাক অফার দিচ্ছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে হোয়াটসঅ্যাপ। কেবল ভারতীয় নাগরিকদের টাকা পাঠানোর জন্য ১০৫ টাকার ক্যাশব্যাক অফার দিচ্ছে কোম্পানি। হোয়াটসঅ্যাপ পেমেন্ট অ্যাপ ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। 


WhatsApp Payment: কীভাবে ১০৫ টাকার ক্যাশব্যাক সুবিধা পাবেন ?


১ প্রথমে আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক সংস্করণ আপডেট করুন।


২ এই সুবিধা পেতে সর্বনিম্ন ১ টাকার লেনদেন প্রয়োজন।


৩ মনে রাখতে হবে যে, ব্যবহারকারীদের সরাসরি ১০৫ টাকা দেবে না কোম্পানি।


৪ হোয়াটসঅ্যাপ প্রতিবার ব্যবহারকারীদের লেনদেন করার জন্য ৩৫ টাকার ক্যাশব্যাক অফার করবে।


৫ ব্যবহারকারীরা তাদের চ্যাট উইন্ডোতে গিয়ে সরাসরি পেমেন্ট করতে পারবেন।


৫ অফার শুধুমাত্র ভারতে ব্যবহারকারীরাই পাবেন। অন্য কোনও দেশের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না এই সুবিধা। ইতিমধ্যেই বিষয়টি পরিষ্কার করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।


আরও পড়ুন : Whatsapp Update: দ্বিগুণ সদস্য যোগ করা যাবে গ্রুপে, হোয়াটসঅ্যাপে নতুন আপডেট