Mobile Network Speed: বর্তমানে 5G নেটওয়ার্কের দিকে এগোচ্ছে দেশ। শীঘ্র্ই দেশে আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা পাবে দেশবাসী। যদিও বাস্তব পরিস্থিতি বলছে, দেশে এখনও বেশকিছু জায়গায় 4G এমনকী 3G নেটওয়ার্ক পেতেও সমস্যা হচ্ছে। যার ফলে ইন্টারনেট সার্ফিং তো দূর, কল ড্রপের মতো ঘটনা ঘটছে প্রায়শই। সেই ক্ষেত্রে কিছু সহজ কৌশলের মাধ্যমে বাড়াতে পারবেন ফোনের নেটওয়ার্ক। জেনে নিন কীভাবে ?
1. Airplane Mode
এই ধরনের পরিস্থিতিতে আপনার ফোনের নেটওয়ার্ক রিস্টার্ট দিলে সমস্যাটি অনেকাংশে সমাধান হয়ে যায়। এর জন্য আপনাকে আপনার স্মার্টফোনের কুইক সেটিং প্যানেলে যেতে হবে। বেশিরভাগ ফোনে নিচের দিকে সোয়াইপ করলে এই স্ক্রিনটি খোলে। এখানে দেওয়া এয়ারপ্লেন মোড একবার চালু করুন, তারপর কিছুক্ষণ পর এটি বন্ধ করুন। তাতেই হবে সমস্যার সমধান।
2. ফোন রিস্টার্ট করুন
নেটওয়ার্কের মতো ফোন রিস্টার্ট করলেও নেটওয়ার্ক অনেক গুণ বেড়ে যায়। আপনার ফোনের পাওয়ার বোতামটি দীর্ঘক্ষণ টিপুন (অনেক ফোনে আপনাকে পাওয়ার বোতামের সঙ্গে ভলিউম ডাউন বোতাম টিপতে হবে)। এখানে দেওয়া রিস্টার্ট অপশনে ট্যাপ করুন। ফোনটি পুনরায় চালু হবে। সেখানে নিজে থেকেই ফোন নেটওয়ার্ক সার্চ করবে ও স্বাভাবিক হয়ে যাবে।
3. নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন
নেটওয়ার্ক সার্চ করার জন্য একটি তৃতীয় উপায় আছে। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে রিসেট অপশনটি সার্চ করুন। এখন রিসেট অপশনে যান ও রিসেট মোবাইল নেটওয়ার্ক অপশনে ক্লিক করুন। এটা করার পরও ফোন রিস্টার্ট হবে। পরবর্তীকালে সহজেই বেশি নেটওয়ার্ক বার দেখতে পাবেন।
4. এটি শেষ অবলম্বন
উপরে উল্লিখিত তিনটি কৌশল ব্যবহার করার পরও যদি ফোনে কোনও সিগন্যাল না আসে, তাহলে শেষ সমাধান হল সিম কার্ড। ফোন থেকে আপনার সিম কার্ড বের করুন। এখন দেখুন এতে কোনও ক্ষতি হয়েছে কিনা। সিম নষ্ট হয়ে গেলে আপনার সিম অপারেটরের সঙ্গে যোগাযোগ করুন। অন্যথায়, ফোনে সিমটি পুনরায় ঢোকান ও নেটওয়ার্ক ফিরে আসার অপেক্ষা করুন৷
আরও পড়ুন: WhatsApp Update: একটি কলে যোগ দিতে পারবে ৩২ জন, হোয়াটসঅ্যাপ আনছে এই নতুন ফিচার