WhatsApp New Feature: আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামী মাসের জন্য কিছু নতুন আপডেট ঘোষণা করেছে কোম্পানি। এই নতুন ফিচারের মাধ্যমে বদলে যাবে গ্রুপে আলোচনার ভাবনা। অবশেষে হোয়াটসঅ্যাপে আসছে সবচেয়ে বড় অ্যাড কমিউনিটি ফিচার। এর পাশাপাশি পুরো চ্যাটিং অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করতে হোয়াটসঅ্যাপ কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আসছে।


WhatsApp Update: কাদের জন্য এই নতুন ভাবনা ?
আপনি যদি হোয়াটসঅ্যাপে বেশি সময় দেন, তাহলে ভবিষ্যতে এই অ্যাপটিতে আরও অনেক বেশি সময় কাটাবেন আপনি। এবার হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় ফিচার আপডেট হিসেবে কমিউনিটি নিয়ে আসছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপ। কমিউনিটির পাশাপাশি, হোয়াটসঅ্যাপ স্কুল, লোকাল ক্লাব, এনজিওগুলিকেও তাদের কথোপকথনে সমন্বয় ঘটাতে এই বিশেষ ফিচার দেওয়া হচ্ছে। কোম্পানির তরফে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার বিভিন্ন গোষ্ঠীকে এক ছাদের তলায় একত্রিত করতে সক্ষম হবে। এই ফিচারের ফলে সব কমিউনিটির কাছে পাঠানো আপডেটগুলি পেতে সবার সুবিধা হবে।


WhatsApp New Feature: কী শক্তিশালী নতুন টুল হোয়াটসঅ্যাপের ? 
হোয়াটসঅ্যাপ-এর মতে, নতুন ফিচারের মাধ্যমে সুবিধা হবে গ্রুপ অ্যাডমিনদের। তারা চাইলেই নতুন টুলের মাধ্যমে কমিউনিটির আওতায় বিভিন্ন গ্রুপে বার্তা পাঠাতে পারবে। তবে সেই ক্ষেত্রে কোন গ্রুপকে কমিউনিটির অন্দরে নেওয়া হবে তা আগেই ঠিক করে দেবে কমিউনিটি।  সেই ক্ষেত্রে এই কমিউনিটি ফিচার সুবিধা করে দেবে স্কুলের প্রধান শিক্ষকের। তিনি চাইলেই এই ফিচারের মাধ্যমে স্কুলে বিভিন্ন গ্রুপকে একই সঙ্গে বার্তা দিতে পারবেন। যেমন, তিনি চাইলেই স্কুলে নির্দিষ্ট ক্লাসের গ্রুপ করে ফেলতে পারেন। অভিভাবকদেরও রাখতে পারেন একটি গ্রুপে। স্কুলের কোনও সাধারণ কিছু জানাতে হলে, ওই সব গ্রুপে কমিউনিটির মাধ্যমে এক সঙ্গে চলে যাবে প্রধানশিক্ষকের বার্তা।


WhatsApp Update: আরও নতুন ফিচার
হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস কল এখন একটি কলে 32 জনকে যোগ করাতে পারবে। ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এখন সম্পূর্ণ নতুন ডিজাইন পাবে গ্রাহকরা। হোয়াটসঅ্যাপ এখন দ্রুত ক্লাস হোস্ট করতে সাহায্য করবে। যাতে লাভবান হবেন ইউজাররা। বর্তমানে, এই মোবাইল অ্যাপ ব্যবহার করে কেবল আটজনকে একটি গ্রুপ ভয়েস কলে যুক্ত করা যায়। ব্যবহারকারীদের মধ্যে 1 গিগাবাইটের বেশি ফাইল শেয়ার করা যায় না এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। সম্প্রতি এই নিয়ে একটি বার্তা দিয়েছেন মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ। একটি পোস্টে তিনি বলেছেন, "আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলিতে রেসপন্স, বড় ফাইল শেয়ার ও বড় গ্রুপ কল সহ নতুন বৈশিষ্ট্য যুক্ত করছি।"


আরও পড়ুন : Vivo X Fold: আট ইঞ্চির বেশি স্ক্রিন; দুর্দান্ত স্পেকস, ভিভো আনছে এই ফোন