Know Your Own Mobile Number: এখনকার দিনে স্মার্টফোন চলে আসায় আলাদা করে আর কারও মোবাইল নম্বরই লিখে রাখতে বা মনে রাখতে হয় না। এমনকী মাঝে মাঝে দেখা যায় মানুষ নিজের মোবাইল নম্বরও ভুলে যায়। এমন অনেক সময়ই ঘটে যে মানুষ নিজের মোবাইল নম্বর (Know Your Own Mobile Number) ভুলে গিয়েছেন এবং সেই নম্বর কীভাবে খুঁজে বের করতে হবে তা জানেন না। ফলে নিজের ফোন নম্বর ভুলে গেলে কীভাবে তা চটজলদি খুঁজে পাবেন দেখে নিন।


প্রতিটি টেলিকম অপারেটরের ক্ষেত্রে এই নিয়ম আলাদা আলাদা। ভোডাফোন-আইডিয়া, জিও কিংবা এয়ারটেলের আলাদা আলাদা পদ্ধতিতে নিজের মোবাইল নম্বর খুঁজে পাওয়া যায়। প্রাথমিকভাবে USSD নম্বর দিয়ে নিজের নম্বর খুঁজে পাওয়া যায়। এই নম্বর একেকটি টেলিকম অপারেটরের একেকরকম হয়ে থাকে। USSD মানে হল Unstructured Supplementary Service Data।


USSD নম্বর দিয়ে কীভাবে খুঁজে পাবেন নম্বর


যে সমস্ত গ্রাহক (Know Your Own Mobile Number) ভোডাফোন-আইডিয়ার সিম ব্যবহার করেন তাদের ডায়াল করতে হবে *১৯৯#। এরপর একটি ফ্ল্যাশ মেসেজ আসবে ফোনে, আর সেখানেই আপনার ভোডাফোন আইডিয়ার সিম নম্বর লেখা থাকবে।


অন্যদিকে, যারা এয়ারটেলের গ্রাহক তারা ডায়াল করবেন *১২১*১# অথবা *২৮২*#, সেক্ষেত্রে এয়ারটেলের যে সিম নম্বর ব্যবহার করছেন সেটি জানতে পারবেন।


জিওর সিম যারা ব্যবহার করেন তাদের জন্য ডায়াল করতে হবে *১#।


ফোনের সেটিংস থেকে কীভাবে পাবেন নম্বর


আপনি চাইলে নিজের ফোনের সেটিংস (Know Your Own Mobile Number) থেকেও নিজের ফোন নম্বর খুঁজে বের করতে পারেন আপনি। ফোনের সেটিংসে খুঁজে নিতে হবে 'কানেকশন সেকশন'। সেখান থেকে যেতে হবে 'সিম ম্যানেজার' অপশনে। এখানেই আপনি নিজের নম্বরটি দেখতে পাবেন।


এছাড়াও কিছু কিছু টেলিকম অপারেটরের টোল ফ্রি নম্বরে ফোন করেও নিজের নম্বর খুঁজে পাওয়া যায়। ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে এই নম্বর হল ১৯৯ বা ১৯৮ এবং এয়ারটেলের ক্ষেত্রে টোল ফ্রি নম্বর ১২১। এছাড়াও নিজের ফোন থেকে পরিবারের কারও বা বন্ধু-আত্মীয় কারও নম্বরে ফোন করে নিজের নম্বর সহজেই জানতে পারা যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।