Meta Threads App: সদ্য লঞ্চ হয়েছে ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস (Threads App)। নতুন এই সোশ্যাল মিডিয়া মাধ্যম তৈরি করেছে মেটা'র (Meta) ইন্সটাগ্রাম টিম। লঞ্চের একদিনের মধ্যেই ৫০ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে থ্রেডসে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকলে তার সাহায্যে অনায়াসেই থ্রেডসে অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই অ্যাপ সাপোর্ট করছে।


এবার একনজরে দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ভার্সানে কীভাবে থ্রেডসের নোটিফিকেশন নিয়ন্ত্রণ এবং মিউট করবেন আপনি


থ্রেডস থেকে আপনি নোটিফিকেশন সরিয়ে দিতে পারবেন। যদি নোটিফিকেশনের মাধ্যমে প্রচুর মেসেজ আসে এবং আপনি সেই ব্যাপারে অভ্যস্ত না হন, তাহলে আপনি নোটিফিকেশন নিয়ন্ত্রণ করতে পারবেন, মিউট করাও যাবে। এর জন্য সহজ কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে।



  • প্রথমে থ্রেডস অ্যাপে নিজের প্রোফাইল পেজে যেতে হবে ইউজারকে। 

  • উপরে ডানদিকের কোণে থাকা মেনু বাটনে ক্লিক করতে হবে এরপর।

  • এবার নোটিফিকেশন অপশনে ট্যাপ করতে হবে।

  • এরপর ইউজার পজ অল অপশনে ক্লিক করতে পারেন। 

  • অথবা থ্রেডস অ্যান্ড রিপ্লাই কিংবা ফলোয়িং ও ফলোয়ার্স অপশনে সিঙ্গুলার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন।

  • নোটিফিকেশন মিউট করার ক্ষেত্রে পাঁচটি অপশন বেছে নেওয়ার সুযোগ পাবেন ইউজাররা।

  • এই তালিকায় থাকবে ১৫ মিনিট, ১ ঘণ্টা, ২ ঘণ্টা, ৪ ঘণ্টা, ৮ ঘণ্টা- এই ৫টি অপশন। 

  • থ্রেডস অ্যান্ড রিপ্লাই অপশনে এভরিওয়ান, পিপল ইউ ফলো অথবা টার্ন ইট অফ কমপ্লিটলি- এই অপশনের মধ্যে থেকে বেছ নেওয়া যাবে।

  • ফলোয়িং এবং ফলোয়ার্স থেকে হয় ইউজার প্রতিটি নোটিফিকেশ বন্ধ করতে পারবেন, কিংবা চালু করতে পারবেন। 


থ্রেডস অ্যাপের বিভিন্ন সুবিধা


 

টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ হল থ্রেডস। এখানে ৫০০ ক্যারেক্টার পর্যন্ত পোস্ট লেখা যাবে। সেই সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও পোস্ট করা যাবে। ৫ মিনিটের ভিডিও পোস্ট করা যাবে থ্রেডস অ্যাপে। একসঙ্গে প্রচুর ইউজারকে থ্রেডস অ্যাপে যুক্ত করার জন্য ইন্সটাগ্রাম ইউজার বেস ব্যবহার করেছে মেটা কর্তৃপক্ষ। আসলে ইন্সটাগ্রাম টিমই এই অ্যাপ নির্মাণ করেছে। একজন ইউজারের ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট থাকলেই তিনি থ্রেডস অ্যাপে অ্যাকাউন্ট খুলে সাইন-ইন বা লগ-ইন করতে পারবেন। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল দিয়েই সব কাজ করা যাবে। ইন্সটাগ্রামের ইউজার নেমই থাকবে থ্রেডসে। এমনকি ইউজারের ফলোয়ারদেরও স্থানান্তরিত করার সুবিধা রয়েছে। নিমেষের মধ্যে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে থ্রেডসে অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে। দ্রুততার সঙ্গে হবে কাজ। ফলে নতুন প্রজন্মের বেশ পছন্দ হয়েছে এই নতুন সোশ্যাল মিডিয়া মাধ্যম।