Smartphone: রাত পেরোলেই দোল (Holi 2023) উৎসব। অনেকেই রঙ খেলবেন। তবে সঙ্গে যদি স্মার্টফোন (Smartphone) নিয়ে বেরোন তাহলে সেদিকেও নজর রাখা প্রয়োজন। আজকাল অবশ্য সব স্মার্টফোনেই IP রেটিং থাকে, আর তার ফলে ফোন ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হয়। তবে তারপরেও ফোনে বেশি জল পড়লে তা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে দোলের দিন রঙ খেলার সময় এইসব অঘটন ঘটতে পারে। ফোনে আবিরের গুঁড়োর সঙ্গে রঙিন জল পড়তে পারে। এক্ষেত্রে কীভাবে ফোন সুরক্ষিত রাখবেন, যদি কোনও ভাবে ফোনে জল পড়ে যায় তাহলেই বা কী করবেন, তার জন্য জেনে নেওয়া যাক কিছু সহজ টিপস। 


দোল খেলার আগে ফোন একটা পাউচে ভরে তারপর পকেটে রাখুন। এর ফলে সহজে আপনার ফোনে রঙ বা আবির লাগবে না। জলের থেকেও নিরাপদে রাখা যাবে স্মার্টফোন। প্লাস্টিকের একটা পাউচে ফোন ভরে রাখুন। একে জিপ লক ব্যাগও বলা হয়। এবার দেখে নেওয়া যাক যদি হঠাৎ আপনার ফোন জলের সংস্পর্শে আসে তাহলে কী করবেন।



  • জলে ফোন পড়ে গেলে প্রথমে ফোন অফ করে দেওয়া প্রয়োজন। যতক্ষণ ফোন অন থাকবে তত বেশি জলের থেকে ক্ষতি হতে পারে।

  • আজকাল স্মার্টফোন থেকে ব্যাটারি খুলে নেওয়া সম্ভব নয়। তাই বলে ফোন ঝাঁকিয়ে জল বের করে নেওয়ার চেষ্টা করবেন না। এর জেরে ফোনের ভিতরের যন্ত্রাংশে আরও বেশি জল ঢুকে যেতে পারে। এছাড়াও কোনওভাবেই হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকনো করার চেষ্টা করবেন না। প্রয়োজনে শুকনো নরম কাপড় দিয়ে ফোন মুছে নিতে পারেন। 

  • ফোন আচমকা জলে পড়ে গেলে তা তুলে নিয়ে চালের বস্তায় রেখে দিতে পারেন অন্তত ৬ ঘণ্টা। এর ফলে চালের মাধ্যমে জল আপনাআপনি শুষে যাবে। 

  • সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ডের ট্রে ফোন থেকে খুলে নিতে হবে। আর ফোন জলে পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই সেটা চার্জ দিতে যাবেন না। অন্তত বেশ কিছুক্ষণ সময় ফোনে চার্জ দেওয়া ঠিক নয়। এমনিতেও ফোনে অতিরিক্ত চার্জ দিলে তা নষ্ট হয়ে যেতে পারে খুব অল্প সময়ে। ফোনে কম চার্জ থাকলে যেমন অসুবিধা হয় তেমনই ১০০ শতাংশের পরেও ফোন চার্জিংয়ে থাকলে সেটা ফোনের পক্ষে ঠিক নয়। তাই সতর্ক থাকুন।


আরও পড়ুন- নয়েজ বাডস এক্স হাজির ভারতে, এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম কত?