Noise Earbuds: ভারতে বর্তমানে দেশীয় সংস্থার তৈরি বিভিন্ন অডিও প্রোডাক্ট বিশেষ করে ইয়ারবাডসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। নয়েজ কোম্পানির ইয়ারবাডস ইতিমধ্যেই ভারতের বাজারে জনপ্রিয় হয়েছে। সম্প্রতি নয়েজ সংস্থা ভারতে আরও একটি নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে নয়েজ বাডস এক্স (Noise Buds X) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। এই ইয়ারবাডসে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন মোড এবং ১২ মিলিমিটারের ড্রাইভার। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন ইয়ারবাডস। এই ডিভাইসে রয়েছে ব্লুটুথ ভি ৫.৩ সাপোর্ট। কোয়াড মাইক রয়েছে এই ইয়ারয়াবাডসে। এছাড়াও এই ইয়ারয়াবাডস একটি IPX5 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম এবং জলে এই ইয়ারবাডস নষ্ট হবে না। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৩৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম বজায় থাকবে। 


নয়েজের নতুন ইয়ারবাডসের দাম


ভারতে নয়েজ বাডস এক্স ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম ১৯৯৯ টাকা। কার্বন ব্ল্যাক এবং স্নো হোয়াইট- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ইয়ারয়াবাডস। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং নয়েজের ওয়েবসাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। 


নয়েজের নতুন ইয়ারবাডসের গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ইয়ারবাডসের অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাহায্যে ২৫ ডেসিবেল পর্যন্ত আশপাশের আওয়াজ কমানো সম্ভব।

  • এই ইয়ারবাডসে থাকা কোয়াড মাইক সিস্টেমে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ফোন করার সময় এই ফিচারের সাহায্যে খুব সুবিধা। আশপাশের অপ্রয়োজনীয় শব্দ এড়ানো সম্ভব হয়। 

  • প্রায় ১০ মিটার দূরত্ব পর্যন্ত নয়েজের এই ইয়ারবাডসের কানেকশন বা কানেক্টিভিটি বজায় থাকে। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ডিভাইসের সঙ্গেই সহজে যুক্ত করা যায় এই ইয়ারবাডস। 

  • নয়েজের এই ইয়ারবাডসে রয়েছে HyperSync প্রযুক্তির সাপোর্ট। তার ফলে চার্জিং কেসের ঢাকনা খোলার পরেই লাস্ট কানেক্টেটেড স্মার্টফোনের সঙ্গে এই ইয়ারবাডস কানেক্ট হয়ে যায়। 

  • এছাড়াও এই ইয়ারবাডসে অর‍্যেছে পাওয়ার সেভিং মোড। চার্জিং কেসের ভিতরে ইয়ারবাডস রেখে ঢাকনা বন্ধ করলেই এই ব্যাটারি সেভিং মোড অন হয়ে যায়। 

  • টাচ কন্ট্রোল রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে সিরি এবং গুগল অ্যাসিসট্যান্টের সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জিং কেসে চার্জ দেওয়া সম্ভব। 

  • চার্জিং কেস ছাড়া শুধুমাত্র এই ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম বজায় থাকবে। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন মোড অন থাকলে ইয়ারবাডসে সাড়ে ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। আর চার্জিং কেস সমেত প্রায় ২২.৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে। এই ইয়ারবাডসে রয়েছে Instacharge টেকনোলজি। এর সাহায্যে মাত্র ১০ মিনিট চার্জ দিলে প্রায় ১২০ মিনিট অর্থাৎ ২ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। 


আরও পড়ুন- একবার চার্জ দিলে ইয়ারবাডস চলবে প্রায় ২৫ ঘণ্টা, ভারতে হাজির ভিভো ট্রু ওয়্যারলেস এয়ার, দাম কত?