WhatsApp Status Setting: অন্যকে না জানিয়েই দেখতে পারবেন তার হোয়াটসঅ্য়াপ স্ট্যাটাস।  এমনই নতুন বৈশিষ্ট্য রয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্য়াপ হোয়াটসঅ্যাপে। পরিসংখ্যান বলছে,দেশে ব্যবহারকারীদের মধ্যে সর্বাধিক ব্যবহৃত এই তাত্ক্ষণিক অ্যাপের জনপ্রিয়তা সবার শীর্ষে।


বর্তমানে সক্রিয়ভাবে প্রায় ২ মিলিয়ন মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। যাতে কোনও ব্যক্তিকে না জানিয়েই আপনি তার স্ট্যাটাস দেখতে পারবেন। এখানে রইল এমনই কিছু টিপস।


WhatsApp Update: এমনিতে কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী তার স্টোরি শেয়ার করলে ব্যবহারকারীর মোবাইলের কন্টাক্ট লিস্টে থাকা যেকোনও ব্যক্তি তা দেখতে পারেন। যদি ব্যবহারকারী এটি লুকিয়ে না রাখেন, তাহলে যে ব্যক্তি স্ট্যাটাস পোস্ট করেছেন, তিনি তা জানতে পারবেন কে তার স্ট্যাটাস দেখেছেন। যদিও কেউ স্ট্যাটাস কাউকে না জানিয়েই দেখতে চায়, তাহলে আপনার হোয়াটসঅ্যাপের সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। যার সাহায্যে আপনি যেকোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর স্ট্যাটাস দেখতে পারবেন ও সামনের ব্যক্তি তা জানতেও পারবেন না।


WhatsApp Status Setting: হোয়াটসঅ্যাপ রিড-রিসিপ্ট অক্ষম করুন
হোয়াটসঅ্যাপের কি সেটিংসে গিয়ে read-receipt ফিচারটি বন্ধ করুন। 
এরপর কাউকে মেসেজ করলে আপনার মেসেজে ব্লু টিকটি আর থাকবে না।
এছাড়াও, এখন আপনি যেকোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর স্ট্যাটাস দেখতে পাবেন। আপনি স্ট্যাটাস দেখলেও  তিনি তা জানতে পারবেন না। 
কিন্তু রিড-রিসিপ্ট অফ করে দিলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখতে পারবেন না, কে আপনার স্ট্যাটাস দেখেছে।


WhatsApp Update: এভাবে রিড-রিসিপ্ট বন্ধ করুন
আপনার মোবাইলে WhatsApp খুলুন।
এবার অ্যাপটির সেটিংসে যান।
এখন Accounts Settings এ যান ও Privacy অপশন সিলেক্ট করুন।
এবার সামনের  রিড-রিসিপ্ট টগল অক্ষম করুন।
এখন হোয়াটসঅ্যাপ বন্ধ করে এটি আবার খুলুন।  আপনি যে স্টোরিটি দেখতে চান তা দেখুন।
এই অবস্থায় যে ব্যবহারকারী স্টোরিটি আপলোড করেছেন, আপনি তাঁর স্ট্যাটাস দেখলেও তিনি আপনার সম্পর্কে জানতে পারবেন না।


WhatsApp Update: হোয়াটসঅ্যাপে এসে গিয়েছে নতুন ফিচার। যেখানে ডিলিট করা মেসেজও ফের পড়তে পারবেন ব্যবহারকারী। সম্প্রতি এমনই এক সুযোগ দিচ্ছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম।


WhatsApp Deleted Message: কীভাবে ফিরে পাবেন পুরনো ডিলিটেড মেসেজ ?
দেশের বর্তমান পরিসংখ্যান বলছে, ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মের ভিত্তিতে ভারতে সবাইকে পিছনে ফেলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। সেই ক্ষেত্রে দেশের বেশিরভাগ মানুষই বার্তা পাঠানোর জন্য এই অ্যাপটি ব্যাবহার করেন।  অনেক সময় এই ডিলিট করা মেসেজগুলো আমাদের কৌতূহল বাড়িয়ে দেয়।  পুরনো মেসেজ না পেয়ে হতাশ হতে হয় ইউজারদের। তবে এখন এই নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। এখন ডিলিটেড মেসেজও পড়তে পারবেন আপনি। এর জন্য আমরা আপনাকে কিছু সহজ কৌশল দিয়ে দিচ্ছি।


আরও পড়ুন:  Malware Alert: এই ৪ অ্যাপ মোবাইলে নেই তো ? তাহলে ক্ষতির জন্য প্রস্তুত থাকুন