iMessage: অ্যাপেলের আইমেসেজ (iMessage) অ্যাপে রয়েছে এমন অনেক ফিচার যা সহজ, সাবলীল কিন্তু যথেষ্ট ব্যবহারযোগ্য। এর পাশাপাশি অ্যাপেলের আইমেসেজে এমন কিছু ফিচার রয়েছে, যার ফলে এই অ্যাপ ব্যবহার করলে মেসেজ করা বা টেক্সটিং মোটেই একঘেয়ে বিরক্তিকর লাগবে না। বরং বেশ মজার কিছু ফিচার রয়েছে এখানে। আইমেসেজের মাধ্যমে ইউজাররা আইফোন এবং আইপ্যাডে মেমোজি পাঠাতে পারেন। সেন্ট হয়ে যাওয়া অর্থাৎ কাউকে পাঠানো মেসেজ ১৫ মিনিটের মধ্যে এডিট করার সময় পান। তবে আইমেসেজের নতুন ফিচার আরও চমৎকার। এই ফিচারের সাহায্যে ইউজাররা ইনভিজিবল মেসেজ (Invisible Message) পাঠাতে পারেন। এই মেসেজ বিশেষ scrambled format- এ পাঠানো হয়। তাই শুধু রিসিভারই এই মেসেজ দেখতে পারবেন। যিনি মেসেজ পাঠাচ্ছেন অর্থাৎ সেন্ডারও এই ধরনের ইনভিজিবল মেসেজ পাঠানোর পর আর সেটা দেখতে পাবেন না। অর্থাৎ unscramble করতে পারবেন না। ইউজারের ব্যক্তিগত কথপোকথনে যাতে তৃতীয় ব্যক্তি ঢুকতে না পারেন, সেই জন্যই আইমেসেজের এই ইনভিজিবল মোড চালু করা হয়েছে। 


আইফোনে কীভাবে ইনভিজিবল মেসেজ পাঠাবেন



  • নিজের আইফোনে আইমেসেজ অ্যাপ খুলতে হবে।

  • যে চ্যাটবক্সে আপনি ইনভিজিবল মেসেজ পাঠাতে চান, সেটা খুলতে হবে

  • এবার চ্যাটবক্সে মেসেজ টাইপ করতে হবে বা ছবি যোগ করতে পারেন। দেওয়া যাবে মেমোজিও। 

  • এবার সেন্ড বাটন টাচ করে কিছুক্ষণ হোল্ড করুন।

  • এবার আপনি কিছু ধূসর রঙের ডট দেখা যাবে। সেখানে লেখা থাকবে সেন্ড উইথ ইনভিজিবল ইঙ্ক।

  • এই অপশনে ট্যাপ করলে আপনি এফেক্ট প্রিভিউ দেখতে পাবেন। 

  • এছাড়াও আপনি Slam, Loud, Gentle- এই তিনটি অপশন পাবেন। সেখানেও ট্যাপ করে আপনি প্রিভিউ এফেক্ট দেখে নিতে পারবেন।

  • পছন্দমতো এফেক্ট বেছে নেওয়ার পর সেন্ড বাটন ট্যাপ করে মেসেজ পাঠিয়ে দিতে পারবেন আপনি। 


হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার 


হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নতুন বছরে একটি এমন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কাজ করছে যার নাম 'Kept। এই মেসেজ ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজও রেখে দেওয়া সম্ভব। এখনও এই নতুন ফিচারের রোল আউট হয়নি। বিটা টেস্টাররাও এই ফিচার এখনও ব্যবহারের সুযোগ পাননি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সবার প্রথমে এই ফিচার লক্ষ্য করেছে। যেহেতু এখনও বিটা টেস্টারদের জন্য এই হোয়াটসঅ্যাপ ফিচারের রোলআউট শুরু হয়নি, তাই অনুমান করা হচ্ছে এই ফিচার সর্বসাধারণের জন্য লঞ্চ হতে কিছুটা দেরি রয়েছে। Wabetainfo- র মাধ্যমে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন Kept মেসেজ ফিচারের সাহায্যে চ্যাটবক্সে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অটোম্যাটিক ভাবে ডিলিট হয়ে যাবে না। সাময়িক ভাবে সেভ থাকবে। যদি কোনও ইউজার এই ডিসঅ্যাপিইয়ারিং মেসেজ হোয়াটসঅ্যাপে সেভ করতে না চান তাহলে un-keep করার সুবিধাও থাকবে ইউজারদের জন্য। এই অপশন ক্লিক করলে হোয়াটসঅ্যাপে থাকা ডিসঅ্যাপিয়ারিং মেসেজগুলো ডিলিট হয়ে যাবে, সেভ হবে না।


আরও পড়ুন- ট্যুইটারে বিপত্তি! হ্যাক হয়েছে ২০০ মিলিয়নের বেশি ইউজারের ইমেল, ফাঁস তথ্য